রবিবার রাতে এক পুলিশ সদস্যর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর দামপাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের ব্যারাক লকডাউন করা হয়েছে। আক্রান্ত পুলিশ সদস্য ট্রাফিক বিভাগের একজন কনষ্টেবল।
বিভাগীয় পুলিশ হাসপাতালে পাঁচদিন ধরে চিকিৎসাধীন থাকা ওই ট্রাফিক কনস্টেবলকে আন্দরিকল্লা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার।
সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, ‘একজন পুলিশ সদস্যের করোনা পজিটিভ এসেছে। তিনি বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাই ওই পুলিশ সদস্যের সংস্পর্শে আসা বিভাগীয় পুলিশ হাসপাতালে তিন চিকিৎসক, তিনজন নার্স, সাতজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ১২ জন রুমমেট ও ব্যারাকের ২০০ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।’
জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানায়, রবিবার ২৪ ঘণ্টায় ৯৬টি নমুনার পরীক্ষায় মোট সাতজনের রিপোর্টে করোনাভাইরাসের পজেটিভ রিপোর্ট এসেছে।
তারা হলেন- ৬ বছর বয়সী পটিয়ার এক শিশু, দামপাড়ার ট্রাফিক কনেস্টেবল, ফৌজদারহাটের ৪৫ বছর বয়সী এক ব্যক্তি, সাতকানিয়ায় ১৯ ও ৩২ বছর বয়সী দুজন এবং লক্ষীপুর রামগতি ৫২ বছর বয়সী একজন করোনায় পজিটিভ হয়েছে। এ ছাড়া পূর্বে আক্রান্ত দামপাড়া ১নং গলির একজনের তৃতীয়বারের মত রিপোর্ট পজেটিভ এসেছে।
বাংলাদেশে রবিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। এছাড়া দেশে এ পর্যন্ত মোট ৬২১ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।