চট্টগ্রাম মহানগরীর অভিজাত সুপারশপ ‘দি বাস্কেট’ লকডাউনের (বন্ধ) পাশাপাশি মালিক ও তার পরিবারসহ সুপারশপে কাজ করা সকল কর্মকর্তা-কর্মচারীদের হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে প্রশাসন।
রবিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির এক কর্মচারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এ পদক্ষেফ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়।
সুপারশপটির ম্যানেজার নেজাম উদ্দিন সাংবাদিকদের বলেন, গত শনিবার সকাল থেকে খুলশী থানা পুলিশের নির্দেশে তাদের প্রতিষ্ঠানটি লকডাউন করা হয়েছে।
প্রশাসন সুত্রে জানাগেছে, চট্টগ্রামের করোনাভাইরাস আক্রান্ত প্রথম রোগীর ২৫ বছর বয়সী ছেলে বাস্কেটে ‘সেলস এক্সিকিউটিভ’ হিসেবে চাকরি করেন। সে কারণে নিরাপত্তামূলকভাবে শনিবার বাস্কেট বন্ধ করে পর রবিবার সন্ধায় ওই যুবকের শরীরে করোনা সংক্রামন হওয়ার রিপোর্ট পাওয়ার কথা জানান চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।
বাস্কেটের ম্যানেজার নেজামউদ্দিন বলেন, ‘আক্রান্ত কর্মী গত ২৫ মার্চ থেকে ছুটিতে আছেন। তারপরেও পুলিশের নির্দেশনা মেনে আমরা বাস্কেট বন্ধ করে দিয়েছি।’