চতুর্থ শিল্প বিপ্লবের ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক শ্রমবাজারে যে সম্ভাব্য পরিবর্তন ঘটবে তা মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নেয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আমাদের বিশাল শ্রমশক্তি আছে, যা এখানে অন্তর্ভুক্ত করতে হবে। দক্ষ জনশক্তি হয়ে উঠতে তাদের হতে হবে প্রশিক্ষিত, শিক্ষিত ও বিকশিত।’
বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ২৪তম জাতীয় সম্মেলন ও ৪৩তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: শ্রীলঙ্কার মতো সংকট বাংলাদেশে হবে না: প্রধানমন্ত্রী
তিনি বলেন, তার সরকার দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, প্রযুক্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা শক্তিশালীকরণ, আঞ্চলিক সংযোগ ও অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক ও সামাজিক সমতা, নারীর ক্ষমতায়ন এবং পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর জোর দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লব উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষতা উন্নয়নে কর্মসূচি চালু করা হয়েছে। কারণ দক্ষ জনশক্তি গড়ে তোলা খুবই জরুরি।’
শেখ হাসিনা বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে প্রযুক্তির ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স গুরুত্বপূর্ণ উপাদান।’
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি ও কর্মসংস্থানে চতুর্থ শিল্প বিপ্লব ব্যাপকভাবে প্রভাব ফেলবে। দেশে তৈরি পোশাক খাতে ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট ও প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য খাতেও শুরু হবে।
আরও পড়ুন: রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের অর্থ পরিশোধে টান পড়তে পারে: সংসদে প্রধানমন্ত্রী
কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট ও প্রযুক্তি ব্যবহারের ফলে তৈরি পোশাক শিল্প খাতে উৎপাদনশীলতা বাড়ছে এবং একই সঙ্গে কাপড়ের মানও উন্নত হচ্ছে বলে জানান তিনি।
কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা জরুরি। আমরা ইতোমধ্যে এখানে পরিবর্তন এনেছি।’
এ বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জনশক্তিকে মানবসম্পদে পরিণত করতে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি এবং কারিগরি শিক্ষায় ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছি।’
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ অনুষ্ঠানে বক্তব্য দেন।
আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক শামসুর রহমান।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ভারত সফরে কুশিয়ারা নদীর পানি বণ্টন সংক্রান্ত সমঝোতা স্মারক সই: প্রতিমন্ত্রী