বাংলাদেশের আকাশে মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ (বুধবার) থেকে দেশের মুসলমানরা পবিত্র রোজা পালন শুরু করেছে।
মুসলমানদের ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় পানাহার থেকে বিরত থাকাকে রোজা বলা হয়।
এ বছর দু’জন ইমামসহ সর্বোচ্চ ২০ জন মসজিদে তারাবির নামাজে অংশ নিতে পারবেন।
আরও পড়ুন: রোযা রেখে করোনাভাইরাসের টিকা গ্রহণ করা যাবে: ইসলামিক ফাউন্ডেশন
করোনাভাইরাস সংক্রমণ রোধে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এ ছাড়া ইফতারের জন্য জনসমাগমের অনুমতি দেয়া হবে না।
৬ এপ্রিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে শুক্রবার জুমার নামাজের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায় করতে বলেছে।
এই বছর কোভিড-১৯ সংক্রমণের সাম্প্রতিক পরিস্থিতিতে রমজান মাসে মসজিদে ইফতারের সমাবেশ ও সেহরির ব্যবস্থা না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ৫ এপ্রিল এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করে।
সরকার সকল সরকারি, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রমজানের জন্য অফিসের সময় সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে।
এদিকে, সৌদি আরবের সাথে মিল রেখে ফরিদপুরের ১৩টি গ্রামের বাসিন্দারা মঙ্গলবার থেকে রোজা পালন শুরু করেছেন।
শেখর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইস্রাফিল মোল্লা জানান, বোয়ালমারী উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের আওতাধীন গ্রামগুলোর বাসিন্দারা রোজা পালন শুরু করেছেন।