চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় আখতারুজ্জামান (৪৫) নামে এক যুবকের যাবজ্জীবন দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আব্দুল্লাহ আল মামুন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আখতারুজ্জামান সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: হকার জুবায়ের হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন দুজনের
রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম জানান, ২০২০ সালের ২০ এপ্রিল জেলা গোয়েন্দা পুলিশ আখতারুজ্জামানের নিজ বাড়িতে অভিযান চালিয়ে দেড় কেজি হেরোইনসহ তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় ওই দিন সদর থানায় মামলা করেন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মশিউর রহমান। ২০২০ সালের ৩০ মে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক অনুপ কুমার সরকার আদালতে অভিযোগপত্র জমা দেন।