আকিজ গ্রুপে এক্সিকিউটিভ অফিসার হিসেবে চাকরিতে যোগ দিয়েছেন দুই পা আর এক হাত বিহীন শারীরিক প্রতিবন্ধী শাহিদা।
রবিবার সকাল ১০টায় নওয়াপাড়ায় আকিজ জুট মিলে চাকরিতে যোগ দেয়ার সময় তার সঙ্গে ছিলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান।
গত ২৩ মার্চ পুনাক সভাপতি জীশান মীর্জা শিমুলিয়ায় শাহিদার পরিচালিত সৃষ্টিশীল প্রতিবন্ধী কল্যাণ সংস্থায় পুনাকের খুলনা বিভাগীয় অন্যান্য নেতাদের সঙ্গে নিয়ে যান এবং তার হাতে আনুষ্ঠানিকতার মাধ্যমে আকিজ গ্রুপের নিয়োগপত্র তুলে দেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভাপতি জীশান মীর্জা গত বছর নভেম্বর মাসে একটি অনলাইন পোর্টালের মাধ্যমে জানতে পারেন জীবন যুদ্ধে হার না মানা অদম্য সাহসী যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের জন্ম থেকে দুই পা আর এক হাত বিহীন শারীরিক প্রতিবন্ধী মেয়ে শাহিদার কথা।
আরও পড়ুন: শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের জন্য ইশারা ভাষা ইনস্টিটিউট স্থাপন করা হবে
সেই থেকেই মানবিক দৃষ্টিতে বিষয়টি দেখেন পুনাক সভানেত্রী। তিনি এই অদম্য সাহসী শাহিদার জন্য কিছু করবেন বলে ঠিক করেন এবং তার সম্পর্কে খোঁজ নিতে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয় কে অবহিত করেন। পরবর্তীতে জানুয়ারি মাসে পুনাক সভানেত্রী শাহিদার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন এবং তার ইচ্ছের কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন।
তিনি জানতে পারেন শাহিদার ইচ্ছের কথা। শাহিদা জানাই সকল প্রতিবন্ধকতাকে মোকাবিলা করে স্নাতকোত্তর শেষ করেও কোন চাকরি না পেয়ে অনেক টাই হতাশ। পুনাক সভানেত্রী শাহিদার অদম্য সাহসিকতা ও চিন্তাধারার কথা শুনে অনুপ্রাণিত হন এবং তার জন্য কিছু একটা করার আশ্বাস দেন।
আরও পড়ুন: পাঁচ প্রতিবন্ধী সদস্য নিয়ে এক হতদরিদ্র পরিবারের করুণ কাহিনী
মানিকগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও চিকিৎসা অনুদানের চেক বিতরণ