স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের শনিবার (২৫ এপ্রিল) পর্যন্ত দেশে ২৯১ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯০ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত আপডেটে জানানো হয়, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হননি। বর্তমানে রাজধানীর হাসপাতালে একজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
গত বছর দেশে ডেঙ্গু জ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়। এ সময় মোট এক লাখ এক হাজার ৩৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। তাদের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন এক লাখ এক হাজার ৩৭ জন।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ১৭৯ জন ডেঙ্গুতে মারা যান।