অ্যাকশন এইড ইয়াং জার্নালিস্ট মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ লাভ করেছেন চার সাংবাদিক। রবিবার (৩১ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডে অবস্থিত সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকের পত্রিকার সম্পাদক ও সাবেক তথ্য কমিশনার গোলাম রহমান এবং নিউজ টোয়েন্টি ফোরের সিনিয়র বার্তা সম্পাদক বোরহানুল হক সম্রাট।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাকশন এইডের অ্যাকশন ফর ইমপ্যাক্ট বিভাগের ব্যবস্থাপক নাজমুল ইসলাম। বিজয়ীদের নাম ঘোষণা করেন অধ্যাপক গোলাম রহমান। তিনটি ক্যাটাগরিতে মোট তিনজনকে ইয়াং জার্নালিস্ট মিডিয়া অ্যাওয়ার্ড দেয়া হয়। বিজয়ীরা হলেন- বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক ও প্রতিবেদক মো. ইকবাল হোসাইন, এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মো. শরফুল আলম ও ঢাকা অ্যাপোলগের যুগ্ম ব্যবস্থাপনা সম্পাদক মিফতাহুল জান্নাত।
এছাড়াও আরও চারজনকে মিডিয়া ফেলোশিপ দেয়া হয়। তারা হলেন- নিউজ টোয়েন্টি ফোরের প্রতিবেদক বাবু কামরুজ্জামান, ডেইলি স্টারের প্রতিবেদক নীলিমা জাহান, আইপিনিউজ বিডির প্রধান প্রতিবেদক সতেজ চাকমা ও যুগান্তরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এম ইউসুফ আলী।
আরও পড়ুন: টিভি সাংবাদিকদের স্বাস্থ্যসুরক্ষা ও বকেয়া বেতন নিশ্চিতের আহ্বান তথ্যমন্ত্রীর
প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকরা সমাজকে পথ দেখান। তারা সমাজের তৃতীয় নয়ন খুলে দিতে পারেন। তারা সমাজের অসংগতিপূর্ণ বিষয়সমূহকে উন্মোচিত করতে পারেন। এমন অনেক বিষয় ও জনগোষ্ঠী আছেন, যাদের সমাজ সেভাবে দেখে না। কিন্তু সাংবাদিকরা তাদের কাজের মাধ্যমে এসব জনগোষ্ঠীর কথা বলতে পারেন, তাদের মুখে ভাষা দিতে পারেন।
তিনি আরও বলেন, বিগত কয়েক বছরে গণমাধ্যমের সংখ্যা গাণিতিক হারে বেড়েছে। ফলে গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব ও প্রশিক্ষণের বিষয়টি ভাবতে হবে। কোথাও কোনো অনিয়ম হলে তা যেমন প্রচার করতে হবে, তেমনি সাফল্যের সংবাদও প্রচার করতে হবে। অনেক সময় গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ না করায় অনেকে ক্ষতিগ্রস্ত হন। এটি মোটেও কাম্য নয়।
মন্ত্রী পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানান এবং তাদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন।
আরও পড়ুন: সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবে উদ্বেগের কারণ নেই: তথ্যমন্ত্রী