এ বিমানের মাধ্যমে করোনায় আক্রান্ত ব্যক্তিদের শনাক্তকরণের প্রয়োজনীয় কিট, ১২ লাখ ২২ হাজার সার্জিক্যাল মাস্ক, সাত হাজার ৫০০টি এন-৯৫ মাস্ক, ১৩০টি ইলেট্রোনিক থার্মোমিটার, দুই হাজার প্রটেক্টিভ গ্লাভস, ১০ হাজার ২০০টি মেডিক্যাল সেফটি গ্লাস, ২০০টি গগলস এবং ১০ হাজার ৪৫৯টি পিপিইসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে চীন থেকে দেশে ফিরেছে।
এছাড়াও, একই বিমানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের উদ্যোগে করোনা মোকাবিলায় নিয়োজিত বিভিন্ন সংস্থাসমূহকে প্রদানের নিমিত্তে চীন হতে সংগৃহীত আরও বেশ কিছু স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি নিয়ে এসেছে।
উল্লেখ্য, চীন হতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি সংগ্রহের জন্য গত শুক্রবার বিমান বাহিনীর ১৬ জন এয়ার ক্রুসহ বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমান চীনের উদ্দেশ্যে চট্রগ্রামের আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর থেকে ছেড়ে যায়।