জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম উপাচার্য অধ্যাপক ড. একেএম সিরাজুল ইসলাম খান শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য ছাত্র-ছাত্রী এবং গুণগ্রাহী রেখে গেছেন।
সিরাজুল ইসলামের মৃত্যুতে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি গভীর শোক প্রকাশ করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
সিরাজুল ইসলাম জবির প্রথম উপাচার্য হিসেবে ২০০৬ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ২০০৮ সালের ২৬ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের মাঠে অনুষ্ঠিত তার জানাজায় জবি উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন।