সেই সাথে, জর্ডানের পোশাক শিল্পে কর্মরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশির সুবিধার কথা চিন্তা করে সেখানকার পোশাক কারখানার কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে দূতাবাস।
জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান সম্প্রতি দেশটির ইরবিদের বিভিন্ন পোশাক কারখানার কর্তৃপক্ষের সাথে দেখা করে বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
এছাড়াও জর্ডানের সর্ববৃহৎ পোশাক কারখানা ক্লাসিক ফ্যাশন্স অ্যাপ্যারেলস লিমিটেড কর্তৃপক্ষের সাথে বৈঠকে সেখানে কর্মরত প্রায় ১৫ হাজার বাংলাদেশি শ্রমিকের সার্বিক অবস্থার বিষয়ে তিনি খোঁজ নেন এবং শ্রমিকদের সাথে কথা বলেন।
যেকোনো পরিস্থিতিতে শ্রমিকদের সহায়তার বিষয়ে দূতাবাস সচেষ্ট বলে জানান রাষ্ট্রদূত নাহিদা সোবহান।
রাষ্ট্রদূত সেঞ্চুরি মিরাকল এবং বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান গ্যালাক্সি অ্যাপ্যারেলস ইন্ডাস্ট্রি লিমিটেড কর্তৃপক্ষের সাথেও বৈঠক করেন এবং বাংলাদেশি শ্রমিকদের সাথে মতবিনিময়য় করেন।