পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) জলবায়ু-অভিবাসন সম্পর্ক নিয়ে ভূমিকা জোরালো করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিচয়পত্র পেশ করতে বাংলাদেশে নবনিযুক্ত আইওএম চিফ অব মিশন আবদুসাত্তর এসয়েভ তার সঙ্গে দেখা করলে তিনি এ পরামর্শ দেন।
পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় আন্দোলনকে মোকাবিলা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উপযুক্ত উপায় খুঁজে বের করা উচিত।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনের কারণে আগাম বৃষ্টিপাত হচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
ড. মোমেন আইওএম কান্ট্রি চিফকে স্বাগত জানান এবং তার দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
তিনি রোহিঙ্গা ইস্যুতে মানবিক প্রতিক্রিয়ার সঙ্গে আইওএম-এর সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং বিশ্বের অন্যান্য অংশে জরুরি পরিস্থিতিতে আন্তর্জাতিক সমর্থন অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দেন।
এসোয়েভ পররাষ্ট্রমন্ত্রীকে ভাষানচরে আইওএম-এর আসন্ন কাজ এবং অন্যান্য বিষয় সম্পর্কে অবহিত করেন। তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অগ্রাধিকারের কথা স্বীকার করেন।
পররাষ্ট্রমন্ত্রী আইওএমকে প্রত্যাবর্তিত অভিবাসীদের পুনঃএকত্রীকরণে সহায়তাকারী প্রকল্পগুলোর যথাযথ প্রভাব মূল্যায়ন করতে বলেছেন।
আইওএম কান্ট্রি চিফ পুনঃএকত্রীকরণ নীতি তৈরিতে সরকারকে সমর্থন করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন।
আরও পড়ুন: ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কার্যকর পরিকল্পনা প্রণয়ন করছে সরকার’
এসয়েভ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন সংক্রান্ত গ্লোবাল কমপ্যাক্ট বাস্তবায়নসহ আন্তর্জাতিক অভিবাসন ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।
জাতিসংঘের সংস্থা হিসাবে আইওএমকে আরও শক্তিশালী করার সমর্থনে তিনি বাংলাদেশের সমর্থন সমুন্নত রাখার অনুরোধ করেন।
এসময় সাম্প্রতিক আন্তর্জাতিক সংঘাতের পরিস্থিতি থেকে পালিয়ে আসা বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে আইওএম-এর সমর্থনকে ধন্যবাদ জানান মন্ত্রী।