শনিবার মন্ত্রী ট্রেনযোগে বিমানবন্দর, জয়দেবপুর, টঙ্গী ও নরসিংদী রেল স্টেশন পরিদর্শন করার সময় এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বিমানবন্দর রেল স্টেশনের প্ল্যাটফর্ম সংস্কার কাজ ও স্টেশনের সীমানা ঘেরার নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং সেখানে প্লাটফর্মের উচ্চতা ট্রেনের উচ্চতার সাথে সমন্বয় করার কথা বলেন।
এরপর গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে মন্ত্রী বলেন, ‘জয়দেবপুর থেকে ইশ্বরদী ও জামালপুর পর্যন্ত ডাবল লাইন হবে।
তিনি আরও জানান, ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত ৪র্থ লাইন এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে। ডাবল লাইনের কাজ শেষ হলে ঢাকার মধ্যে অধিক সংখ্যক ট্রেন চালানো যাবে।
এক প্রশের্নর জবাবে মন্ত্রী বলেন, ‘আসন্ন ঈদুল আযহায় ট্রেন বাড়ছে না। যেভাবে এখন চলছে সেভাবেই চলবে।’
এরপর নূরুল ইসলাম সুজন টঙ্গী রেল স্টেশন এবং নরসিংদী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।