বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজমল হোসেন খোকন এ রিট দায়ের করেন।
আগামী সপ্তাহে হাইকোর্টের এখতিয়ার সম্পন্ন একটি দ্বৈত বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে বলে জানান এই আইনজীবী।
আরও পড়ুন: নারীরা বিয়ের কাজি হতে পারবে না: হাইকোর্টের রায় প্রকাশ
ঢাবির পিএইচডি থিসিস কীভাবে সংরক্ষণ ও মূল্যায়ন হয়, জানতে চায় হাইকোর্ট
দেশের সব ভাস্কর্যের সুরক্ষা চেয়ে হাইকোর্টে রিট
এর আগে বুধবার আইনজীবী মমতাজ পারভীন বাদী হয়ে এ রিট দায়ের করেন।
মো. আজমল হোসেন জানান, দ্য রেলওয়েজ অ্যাক্ট ১৮৯০ সালের আইনের ৬৪ ধারায় প্রত্যেক যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য একটি আলাদা কামরা সংরক্ষণ করার কথা আছে। ওই কামরায় বিনা অনুমতিতে প্রবেশ করলে জরিমানার কথা বলা আছে ১১৯ ধারায়। কিন্তু আইনের ওই ধারা বাস্তবায়ন করা হয়নি। তাই ওইসব ধারা বাস্তবায়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে।
আরও পড়ুন: অর্থপাচারকারী দ্বৈত পাসপোর্টধারীদের তালিকা চেয়েছে হাইকোর্ট
টকশো’তে পিকে হালদার: একাত্তর টিভির ব্যাখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট
অর্থপাচার: এমপি পাপুল ও তার স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
রিটে রেলসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাব্যবস্থাপক ও রেলওয়ে পরিদর্শককে বিবাদী করা হয়েছে।
এর আগে নারীদের জন্য আলাদা কামরা বরাদ্দ চেয়ে ২০২০ সালে ১৩ অক্টোবর রেল মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের প্রতি একটি (আইনি) লিগ্যাল নোটিশ পাঠান এই আইনজীবী। নোটিশে ৩০ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়। কিন্তু ব্যবস্থা না নেয়ায় রিট করা হয়।