ঠাকুরগাঁও সদর উপজেলার একটি ভুট্টাখেত থেকে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মে) সদর উপজেলার মাদারগঞ্জ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মো. মুরাদ হোসেন (১১) সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি গ্রামের দারুল ইসলামের ছেলে এবংমাদারগঞ্জ হাফেজিয়া মাদরাসা ‘খররা’ এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের ছাত্র ।
আরও পড়ুন: সিরাজগঞ্জে নারীসহ দুইজনের লাশ উদ্ধার
পুলিশ জানায়, মুরাদ ওই মাদরাসার আবাসিক শাখার ছাত্র। বুধবার আসরের নামাজ আদায় করে সে। এরপর আর তার খোঁজ পাওয়া যাচ্ছিলনা। মাদরাসার লোকজন তার বাড়িতে খবর দেয় এবং সকলে মিলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। কিন্তু তার সন্ধান মেলেনি। বৃহস্পতিবার সকালে এলাকার লোকজন ভুট্টাখেতে কাজ করার সময় তার লাশ দেখতে পায়।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এছাড়া গোয়েন্দা সংস্থার লোকজন আলামত সংগ্রহ করে।
মাদরাসার পাশের একটি বাঁশঝাড়ে তার পরনের রক্তাক্ত কাপড়-চোপর পড়ে ছিল। সেখানেই তাকে হত্যা করে পাশের ভুট্টাখেতে লাশ ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশের ধারণা।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তদন্ত চলছে, ময়না তদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে আকদ এর ১৫ দিনের মাথায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার!