জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও কার্যক্রমের জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরতে অধ্যাপক ড. সেলিমুল হক উল্লেখযোগ্য অবদান রেখেছেন বলে মন্তব্য করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।
রবিবার আইইউবি’র ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিএডি) এ অধ্যাপক ড. সেলিমুল হককে ওবিই পুরস্কারে ভূষিত করায় এক উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশন রবিবার জানায়,বাংলাদেশে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে জলবায়ু বিশেষজ্ঞ তৈরিতে ড. সেলিমুল হককে স্বীকৃতি দিতে অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) সম্মাননা দেয়া হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাজ্য অংশীদারিত্ব: বিশেষজ্ঞদের অগ্রাধিকারমূলক জলবায়ু পদক্ষেপ বিষয়ক আলোচনা শুক্রবার
ড. হক উন্নয়নশীল দেশ ও ভালনারেবল সম্প্রদায়কে জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহযোগিতা করতে তার পেশাগত জীবন উৎসর্গ করেছেন।
ড. হকের বৈজ্ঞানিক গবেষণা ৩৫ বছরেরও বেশি সময় ধরে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক নীতিকে উদ্বুদ্ধ করেছে।