বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের পর এবার অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) মার্কিন ডলার ক্রয়-বিক্রয়ের জন্য অভিন্ন দাম ঘোষণা করেছে।
ইনওয়ার্ড রেমিট্যান্সের জন্য ডলারের বিনিময় হার সোমবার (১২ সেপ্টেম্বর, ২০২২) থেকে সর্বোচ্চ ১০৮ টাকা হবে। আর রপ্তানি আয়ের ক্ষেত্রে প্রতি ডলারে ব্যবসায়ীরা পাবেন সর্বোচ্চ ৯৯ টাকা। আর আমদানি এলসি খোলার ক্ষেত্রে রেমিট্যান্স ও রপ্তানির বিনিময় হারের গড় নির্ধারণ করে বিনিময় হার নির্ধারণ করা হবে।
বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো.আফজাল করিম রবিবার এবিবি নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকের পর ডলারের অভিন্ন দাম ঘোষণা করেন।
আরও: প্রবাসীরা ১০ হাজার ডলারের বেশি কাছে রাখতে পারবেন না: বাংলাদেশ ব্যাংক
প্রায় ২০-২৫ দিনের ব্যবধানে বৈদেশিক মুদ্রার বাজার আবার অস্থির হয়ে উঠেছে।
রবিবার মার্কিন ডলার খোলা বাজারে বিক্রি হচ্ছে ১১৪ থেকে ১১৪ দশমিক ৫ টাকায়, যেখানে ব্যাংকগুলো এলসির জন্য ডলার বিক্রি করেছে ১০১ থেকে ১০৬ টাকায়। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংক আজ ৯৫ টাকায় ডলার বিক্রি করেছে।
একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অর্থনৈতিক গোয়েন্দারা কেন্দ্রীয় ব্যাংককে এক প্রতিবেদনে জানিয়েছে, অবৈধ ডলারের স্টক থেকে মুনাফা অর্জনের জন্য একটি সিন্ডিকেট আবারও বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।
বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও এক্সচেঞ্জ হাউসের সঙ্গে কথা বলে ইউএনবি প্রতিনিধি জানান, রাজধানীর মতিঝিল, দিলকুশা ও গুলশান এলাকায় প্রতি ডলার বিক্রি হচ্ছে ১১৪ টাকায়।
আরও পড়ুন: আমদানিতে কড়াকড়ি সত্ত্বেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৮ বিলিয়ন ডলারের নিচে
আমদানি পর্যায়ে প্রতি ডলার ১০১ থেকে ১০৬ টাকা নিচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো। আর নগদ ডলার বিক্রি হচ্ছে ১০৬ থেকে ১০৮ টাকায়।
এর আগে চলতি বছরের ১০ ও ১১ আগস্ট খোলা বাজারে ডলারের দর ১২০ টাকা পর্যন্ত উঠেছিল।
মানি এক্সচেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি একেএম ইসমাইল হক ইউএনবিকে বলেন, ‘দাম খুব একটা বাড়েনি। আজ আমরা ডলার কিনছি ১০৬ টাকায় এবং বিক্রি করছি ১০৭ দশমিক ৫।’
১১৩ টাকা থেকে ১১৪ টাকায় বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আইনের প্রতি শ্রদ্ধা থাকা মানুষ বেশি দামে ডলার বিক্রি করেন না।
আগের সিদ্ধান্ত অনুযায়ী ডলারের দাম নির্ধারণ করবে ব্যাংকগুলো। রেমিট্যান্স, রপ্তানি আয় ও আমদানি বিল নিষ্পত্তি সহ প্রতিটি লেনদেনে ডলারের দাম আলাদা হবে। কিন্তু ব্যাংকগুলো বিভিন্ন সেগমেন্টে একই দামে ডলার ক্রয়-বিক্রয় করবে। আর প্রতি ডলারে ট্রেডিংয়ে সর্বোচ্চ লাভ হবে ১ টাকা।
আরও পড়ুন:ডলারের অভিন্ন দাম নির্ধারণে ফের বৈঠকে বসবে এবিবি ও বাফেদা