এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে (ডি-৮ এর বর্তমান চেয়ারম্যান তুরস্ক) চিঠি লিখেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
এদিকে নাইজেরিয়ায় অবস্থিত ডি-৮ এর স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা কর্মসূচি (ডি-৮ এইচএসপি) আগামী ১৬ এপ্রিল অনলাইনে একটি বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে।
ডি-৮ জোটভুক্ত দেশ বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক করোনাভাইরাস মহামারির স্বাস্থ্য ও আর্থসামাজিক প্রভাব পরিমাপের জন্য একটি গবেষণা পদ্ধতি প্রণয়নের জন্য একমত হতে পারে বলে চিঠিতে উল্লেখ করেন ড. মোমেন।
এইচএসপির অনলাইন সভায় স্বাস্থ্য বিভাগের ডিজি এবং সহযোগী সংস্থাগুলোর কর্মকর্তারা বাংলাদেশ প্রতিনিধিদলে থাকবেন।
এ সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইএলও, আইএসডিবি, গ্লোবাল উইমেন লিডার্স ইন হেলথ, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং অংশীদার সংগঠনের বৈশ্বিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশ নেবেন।