শীর্ষ সম্মেলনে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ভার্চুয়াল সফরসহ সদস্য দেশের নেতাদের ভার্চুয়ালি অংশ নেয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ডি-৮ এর সাম্প্রতিক বৈঠকে ঢাকার এ সিদ্ধান্তের কথা জানান।
ডি-৮ মূলত ডেভেলপিং-এইট নামে পরিচিত, যা বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে উন্নয়ন সহযোগিতার একটি সংস্থা।
মঙ্গলবার অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় ডি-৮ সেক্রেটারি জেনারেল এবং সংস্থার কমিশনাররা অংশগ্রহণ করেন।
সভায় ঢাকায় অনুষ্ঠিতব্য সংস্থার দশম সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সংস্থার চলমান কার্যক্রম এবং কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় ডি-৮ এর বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
সভায় তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী ফারুক কাইয়ামকচির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্র সচিব সংস্থার দশম সম্মেলনে ঢাকা ঘোষণায় বিশ্বায়নের সুবিধা গ্রহণ এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সদস্য দেশগুলোতে ভারসাম্যমূলক উপায় খুঁজে বের করতে ডি-৮ কমিশনারদের প্রতি আহ্বান জানান।