ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার (১২ আগস্ট) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ হাজার ৪৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: এ বছর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল
নতুন রোগীদের মধ্যে ৯৪০ জনকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর বিভিন্ন হাসপাতালের ৪ হাজার ৪২৩ জনসহ মোট ৯ হাজার ৮৩০ জন ডেঙ্গু রোগী এখন সারাদেশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত ৮২ হাজার ৫০৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ২৮৯ জন।
এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যুর পরে দেশে ২০২২ সালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড সৃষ্টি হয়েছিল। ওই বছর ২৮১ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়াও, এটি গত বছর ৬২ হাজার ৪২৩ জন আক্রান্ত হয়েছিলেন এবং ৬১ হাজার ৯৭১ জন সুস্থ হয়েছিলেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু ১০, আক্রান্ত ২২০২