রবিবার ঢাকার জাতীয় চিড়িয়াখানা থেকে বগুড়া টিএমএসএস (ঠেঙ্গামারা মহিলা সংঘ) একটি প্রাণী পালন কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় চারটি হরিণের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সূত্র জানায়, টিএমএসএস কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে প্রতি হরিণ ৫০ হাজার টাকার বিনিময়ে জাতীয় চিড়িয়াখানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাঁচটি হরিণ ক্রয় করে।
টিএমএসএস কর্তৃপক্ষ অভিযোগ করেছে যে জাতীয় চিড়িয়াখানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হরিণ পরিবহনে কোনও সহায়তা বা পরামর্শ দেয়নি।
আরও পড়ুন: সুন্দরবনে হরিণের মাংস-গুলিসহ এক ‘শিকারি’ আটক
হরিণগুলোকে নিয়ে যাওয়ার আগে শাস্তিমূলক ইনজেকশনের মাধ্যমে অচেতন করা হলেও বগুড়ায় পৌঁছানোর পর হরিণগুলোর জ্ঞান ফেরাতে না পারায় চারটিকেই মৃত ঘোষণা করা হয়।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ জানান, তারা আশ্রয়স্থল পরিদর্শন করে চারটি হরিণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৮ মে জাতীয় চিড়িয়াখানা থেকে একইভাবে ছয়টি হরিণ আনা হলেও তাদের মধ্যে দুটি চিড়িয়াখানা থেকে বের হওয়ার পর মারা যায় এবং আরেকটি বগুড়া যাওয়ার পথে মারা যায়।
এছাড়া টিএমএসএস-এ ময়ূর ও ভেড়া পালন করা হচ্ছে এবং কর্তৃপক্ষ অভয়ারণ্য কেন্দ্রে বানর আনার পরিকল্পনা নিয়েছে।
আরও পড়ুন: সুন্দরবনে বন্ধ হচ্ছে না হরিণ শিকার