থাই স্মাইল এয়ারওয়েজে করে শুক্রবার ঢাকা থেকে ব্যাংকক ফিরে গেছেন আরও ৮৯ থাই নাগরিকের একটি দল।
এটি ছিল বাংলাদেশ থেকে থাই নাগরিকদের জন্য চতুর্থ ফিরতি ফ্লাইট এবং সম্ভবত কয়েক মাসের মধ্যে এটিই হবে শেষ প্রত্যাবাসন প্রক্রিয়া।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেরত যাওয়া ৮৯ থাই নাগরিকের সুরক্ষা নিশ্চিত করার জন্য একটি নির্ধারিত সুবিধায় ১৪ দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হবে।
বাংলাদেশে থাইল্যান্ডের রাষ্ট্রদূত অরুণরং ফোথং হামফ্রিস এবং দূতাবাসের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই নাগরিকদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত অরুণরং ফোথং হামফ্রিস পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ বহির্গমন বিভাগ এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে থাই নাগরিকদের স্বাচ্ছন্দ্যে যাতায়াতে সহায়তা করায় আন্তরিক ধন্যবাদ জানান।