রাষ্ট্রপতি আবদুল হামিদ দৃঢ় আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব সামনের দিনগুলোতে আরও জোরদার ও গভীর হবে।
দুই দেশের মধ্যে ‘দুর্দান্ত দ্বিপক্ষীয় সম্পর্ক’ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে এ সম্পর্ক আরও বিকাশ অর্জন করেছে।
১ অক্টোবর গণচীনের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে পাঠানো এক বার্তায় এসব কথা বলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
ঢাকার চীনা দূতাবাস জানিয়েছে, প্রেরিত বার্তায় চীনা প্রেসিডেন্টকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি হামিদ।
তিনি শি জিনপিংয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং চীনের বন্ধুত্বপূর্ণ জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।