করোনার কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আগামী ১৭ অক্টোবর থেকে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের এক বিশেষ ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল মনসুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সশরীরে ক্লাসে যোগদানের আগে শিক্ষার্থীদের কমপক্ষে করোনার এক ডোজ টিকা নিতে বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘একাডেমিক কাউন্সিল শিক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।’
আরও পড়ুন: খুললো ঢাবির হল, শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ
শারীরিক দূরত্ব মেনে চলার জন্য যে সকল বিভাগ ও ইন্সটিটিউটে অধিক সংখ্যক শিক্ষার্থী রয়েছে প্রয়োজনে তাদের বিভিন্ন সেকশনে ভাগ করে নিতে বলা হয়েছে বলেও জানান তিনি।
সিদ্ধান্ত অনুযায়ী, বিভাগ ও ইন্সটিটিউটকে কমপক্ষে ৬০ শতাংশ ক্লাস সশরীরে এবং সর্বোচ্চ ৪০ শতাংশ ক্লাস অনলাইনে নিতে পারবে। তবে সকল বিভাগ ও ইন্সটিটিউটকে শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস সশরীরে নিতে হবে।
বিভাগ ও ইন্সটিটিউট নিজেদের সুবিধা অনুযায়ী পরীক্ষার ধরন ঠিক করতে পারবে বলে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
করোনা মহামারির কারণে গত বছরের ১৮ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ রয়েছে।
আরও পড়ুন: সোমবার থেকে টিকা কার্যক্রম শুরু করছে ঢাবি
ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত