দিবসটি উপলক্ষে ঢাবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন। এছাড়া সকাল ১১টার দিকে ভার্চুয়াল এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত সভায় বক্তারা বলেন, সেদিন শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর অমানবিক ও অনভিপ্রেত ঘটনার জন্য তৎকালীন অনির্বাচিত ও অগণতান্ত্রিক সরকারই দায়ি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থী ও শিক্ষকদের নেয়া কার্যক্রমের প্রশংসা করে ঢাবি উপাচার্য বলেন, ক্যাম্পাসে সেসময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যে রাজনৈতিক অরাজকতা চালিয়েছিল, তা ছিল আমাদের মহান স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যায়-অপকর্ম করার জন্য এদেশের স্বাধীনতাবিরোধী ও অগণতান্ত্রিক অপশক্তি বারবার আগস্ট মাসকেই বেছে নেয়।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, ঢাবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া উপস্থিত ছিলেন।