ঢাকা, ২৯ অক্টোবর (ইউএনবি)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণির সমাজবিজ্ঞান অনুষদের আওতাভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। পরীক্ষায় ৮৬.৭৪ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দুপুর সাড়ে ১২টায় প্রশাসনিক ভবনে ফল ঘোষণা করেন।
গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৫৬০ আসনের বিপরীতে ৮৪ হাজার ১৭৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ১১ হাজার ১৫৮ জন পাস করেন।
পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.eis.du.ac.bd ) থেকে জানা যাবে। এছাড়া যেকোনো মোবাইল অপারেটর সেবা থেকে এসএমএস এর মাধ্যমে ফল জানা যাবে।
মোবাইলে ফল পেতে DU স্পেস GHA স্পেস রোল লিখে 16321 নম্বরে পাঠাতে হবে।
যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের আগামী ৩১ অক্টোবর থেকে ১৪ নভেম্বরের মধ্যে ওয়েবসাইট থেকে বিষয় পছন্দের ফর্ম পূরণ করে জমা দিতে হবে।