আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ‘মধ্য ও দক্ষিণ এশিয়া: সংযুক্তির সম্ভাবনা ও চ্যালেঞ্জবিষয়ক’ সম্মেলনে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বুধবার উজবেকিস্তানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
সফরে ড. মোমেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিইয়োইয়েভের সাথে বৈঠক করবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উজবেকিস্তানের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাবো।’
সম্মেলনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন।
আরও পড়ুন: টিকা নিয়ে ফেসবুকে ‘সুখবর’ দিলেন পররাষ্ট্রমন্ত্রী
তাসখন্দে রোহিঙ্গা ইস্যু, টিকা সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে প্রাধান্য পাবে বলে ড. মোমেন জানিয়েছেন।
তিনি বলেন, ‘রোহিঙ্গাদের প্রত্যাবাসন আমাদের প্রথম অগ্রাধিকার।’
মন্ত্রী বলেন, ‘চীন বাংলাদেশকে উপহার হিসেবে সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ দেবে এ বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠককালে ভ্যাকসিন বিষয়ে আলোচনা হবে। এটি ভালো সংবাদ।’
ড. মোমেন দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ঢাকা-তাসখন্দ সরাসরি বিমান চলাচলের জন্য উজবেকিস্তানের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রীর সাথে আলোচনা করবেন।
আরও পড়ুন: চলতি মাসে কোভ্যাক্সের ৩৫ লাখ টিকা পাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ আরও টিকা পাওয়ার ইঙ্গিত পেয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
অর্থনীতি, সংস্কৃতি ও নিরাপত্তার ক্ষেত্রে সংযুক্তির মাধ্যমে ঐতিহাসিক সম্পর্ক জোরদারের জন্য উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিইয়োইয়েভের দু'দিনের এই সম্মেলনের আয়োজন করছেন।
আগামী সোমবার (১৯ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী দেশে ফিরবেন।