পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, চলতি বছরের তিন মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই দফা কাতার সফর আন্তর্জাতিক অর্থনৈতিক অঙ্গনে বাংলাদেশের দৃশ্যমান উপস্থিতির পাশাপাশি কাতারের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ অবস্থানের চিহ্ন বহন করে।
সোমবার (২২ মে) কাতার ইকোনমিক ফোরাম-২০২৩-এ যোগ দিতে প্রধানমন্ত্রীর দোহা যাওয়ার কয়েক ঘণ্টা আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ‘খুব অদ্ভুত, কোনো রেফারেন্স উল্লেখ করা হয়নি’: আরও নিষেধাজ্ঞা আসছে দাবি করা প্রতিবেদন সম্পর্কে মোমেন
মোমেন বলেন, এই ফোরামটি সমসাময়িক ৯টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করবে।
তিনি বলেন, এই সমস্যাগুলোর মধ্যে রয়েছে- জ্বালানি নিরাপত্তা; প্রযুক্তি ও উদ্ভাবন; বাজার ব্যবস্থা পরিবর্তন; স্বাস্থ্য খাতে উদ্ভাবন; জলবায়ু অর্থায়ন; বাণিজ্য কৌশল ও ব্যবস্থা; চতুর্থ শিল্প বিপ্লবে জনশক্তি; ডিজিটাল বিশ্বের খেলাধুলা; এবং বিদেশি বিনিয়োগের ভবিষ্যত।
আয়োজক সূত্রে জানা গেছে, বিশ্বের বিশিষ্ট অর্থনীতিবিদ ও নেতৃস্থানীয় ব্যবসায়ী নেতারা এসব বিষয়ে আলোচনায় অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোমেন, তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে কাতার ইকোনমিক ফোরাম ২০২৩-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে সোমবার বিকালে দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট বিকেল ৩টা ১৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
আরও পড়ুন: মিয়ানমারে বিপুল বিনিয়োগকারী দেশগুলোকে রোহিঙ্গা সঙ্কট সমাধানে এগিয়ে আসতে হবে: মোমেন
ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
প্রধানমন্ত্রী ২৩-২৫ মে অনুষ্ঠিতব্য ‘তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরাম: আ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক ফোরামে যোগ দেবেন।
কাতার ইকোনমিক ফোরাম হল মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় কণ্ঠস্বর যা বিশ্বব্যাপী ব্যবসা এবং বিনিয়োগের জন্য নিবেদিত।
এই ফোরামের মূল উদ্দেশ্য হল বিশ্বব্যাপী চলমান বহুমুখী চ্যালেঞ্জ ও সংকট এবং এর ফলে উদ্ভূত বিরূপ অর্থনৈতিক পরিণতি মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সমাধান খুঁজে বের করা।
২৩ মে শেখ হাসিনা তৃতীয় কাতার ইকোনমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন, দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এবং সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ. আল-ফালিহ’র সঙ্গে পৃথক বৈঠক করবেন।
২৪ মে প্রধানমন্ত্রী ফোরামে যোগ দেবেন, আমিরি দিওয়ানে কাতারের আমিরের সঙ্গে বৈঠক করবেন এবং আওসাজ একাডেমি (একটি বিশেষ স্কুল) পরিদর্শন করবেন।
আগামী ২৫ মে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
আরও পড়ুন: শেখ হাসিনার কারণেই সাবেক অর্থমন্ত্রী মুহিত সফলতা দেখাতে পেরেছিলেন: স্মরণসভায় ড. মোমেন