পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নতুন নিষেধাজ্ঞার কোনো কারণ নেই এবং যদি তা হয় তবে তা হবে অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেছেন যে নতুন নিষেধাজ্ঞা সম্পর্কে তার কোনো ধারণা নেই, কারণ এটি নির্ভর করে পৃথক দেশের সরকারের ওপর।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মোমেন সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করি যে শুভ বুদ্ধির উদয় হবে।’
আজ (সোমবার) বিকালে শুরু হতে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার সফর নিয়ে গণমাধ্যমকে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মোমেনের মানহানির অভিযোগে দৈনিক কালবেলায় প্রকাশিত প্রতিবেদনের নিন্দা পররাষ্ট্র মন্ত্রণালয়ের
গত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে একে 'মিথ্যা এবং বানোয়াট' এবং 'উদ্দেশ্যপ্রণোদিত' বলে উল্লেখ করেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মন্ত্রী হওয়ার আগে তিনি কখনও চীনা কোম্পানির লবিস্ট হিসেবে কাজ করেননি।
বরং তিনি বলেন, তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন এবং সেখানে কাজ করেছেন। এটা (সংবাদপত্রের প্রতিবেদন) খুব অদ্ভুত।
নতুন নিষেধাজ্ঞা আসছে বলে দাবি করা প্রতিবেদন সম্পর্কে মোমেন বলেন, ‘এটা খুবই অদ্ভুত এবং বিস্ময়কর ছিল। তারা কোনো রেফারেন্সও (উৎস) দেয়নি।’
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের কথা উল্লেখ করে তিনি বলেন, নিষেধাজ্ঞা আরোপের কোনো কারণ নেই।
আরও পড়ুন: শেখ হাসিনার কারণেই সাবেক অর্থমন্ত্রী মুহিত সফলতা দেখাতে পেরেছিলেন: স্মরণসভায় ড. মোমেন