ব্যক্তি ও সংস্থার পক্ষে ত্রাণসামগ্রী বিতরণ এবং অন্যান্য সেবা সরবরাহের যেকোনো উদ্যোগ নেয়ার আগে স্থানীয় পুলিশ ও প্রশাসনকে অবহিত করার জন্য শনিবার পুলিশ সদরদপ্তর থেকে আহ্বান জানানো হয়েছে।
সারা দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ ও ত্রাণসামগ্রী বিতরণের সময় অপরিকল্পিতভাবে লোক জমায়েত হওয়া ঠেকাতে এ আহ্বান জানানো হয়েছে।
পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) (মিডিয়া) মো. সোহেল রানা বলেন, ‘আমরা এক কঠিন সময় পার করছি। জনগণকে সহায়তা করতে অনেক লোক ও সংস্থা এগিয়ে আসছেন। তবে তারা ত্রাণ বিতরণের সময় অনেক জায়গায় জনসমাবেশের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করছেন।’
পুলিশ এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা দেবে জানিয়ে তিনি বলেন, ‘ত্রাণসামগ্রী বিতরণ বা জনগণকে এ ধরনের সেবা দেয়ার আগে স্থানীয় পুলিশ ও প্রশাসনকে এ ব্যাপারে জানানোর আহ্বান জানানো যাচ্ছে।’