কেরানীগঞ্জ, ০৩ নভেম্বর (ইউএনবি)- কেরানীগঞ্জে থানা থেকে শুক্রবার রাতে হাতকড়াসহ মো. সোলায়মান মন্টি ওরফে বান্টি নামে এক আসামি পালিয়ে গেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে জিজ্ঞাসাবাদের সময় ওই আসামি পালিয়ে যায়।
জানা গেছে, গত ১ নভেম্বর মো. সোলায়মান মন্টি ওরফে বান্টি মাদকসহ গ্রেপ্তার হয়। পরে তাকে মামলা দিয়ে আদালতে পাঠানো হলে আদালত রিমান্ড মঞ্জুর করে। রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হাজত থেকে বের করে নিয়ে যাওয়ার সময় হাতকড়াসহ বান্টি পালিয়ে যায়।
এবিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, আমি জিজ্ঞাসাবাদের জন্য হাতকড়াসহ বান্টিকে আমার অফিস রুমে নিয়ে আসি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বান্টি আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। পরে আর তাকে পাওয়া যায়নি।
এঘটনায় আমি বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছি।