তারা বলেন, দেশের ক্রমবর্ধমান কিডনি রোগীর তুলনায় এর চিকিৎসার সুযোগ, ডাক্তারের সংখ্যা এবং ডায়ালাইসিস সেবা কেন্দ্রের সংখ্যা অতি নগণ্য।
কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটির (ক্যাম্পস) উদ্যোগে টাঙ্গাইল জেলার সখিপুরে প্রথম ও একমাত্র ডায়ালাইসিস সেন্টার চালু উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উপজেলা ও তার পাশ্ববর্তী অঞ্চলের লোকের মধ্যে চিকিৎসা বঞ্চিত তথা স্বল্প আয়ের কিডনি বিকল রোগীদের চিকিৎসার জন্য সখিপুরে ক্যাম্পস এর চতুর্থ ডায়ালাইসিস সেবা চালু করা হয়েছে।
আরও পড়ুন: মুজিব বর্ষে দেশে প্রথমবারের মতো হবে মরণোত্তর কিডনি প্রতিস্থাপন
আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অধ্যাপক ও কিডনি বিভাগের প্রধান এবং ক্যাম্পস-এর সভাপতি ডা. এম এ সামাদ এ আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
মূল প্রবন্ধে অধ্যাপক ডা. এম এ সামাদ বলেন, বাংলাদেশে প্রায় ২ কোটিরও অধিক লোক কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত।
কিডনি বিকলের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল বিধায় এদেশের শতকরা ১০ জন রোগী এ চিকিৎসা চালিয়ে যেতে পারে না। অর্থাভাবে চিকিৎসাহীন থেকে অকালে প্রাণ হারান সিংহভাগ রোগী, বলেন ক্যাম্পস-এর সভাপতি।
তিনি বলেন, বেসরকারি খাতের কিডনি ডায়ালাইসিস সেন্টারের ব্যয় অনেক বেশি। ৩,৫০০ থেকে পাঁচ হাজার টাকায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের লোকদের পক্ষে ডায়ালাইসিস করা সম্ভব নয়।
তাই ক্যাম্পস কেন্দ্রগুলোতে লোকজনের জন্য সাশ্রয়ী ব্যয়ে ডায়ালাইসিস করার সুযোগ করে দেয়া হচ্ছে, বলেন ক্যাম্পস চেয়ারম্যান।
আরও পড়ুন: নিকট আত্মীয়ের বাইরে আবেগী কারণে কিডনি দান করা যাবে: হাইকোর্ট
সখিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল (লেবু), সখিপুর উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী, সখিপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শওকত সিকদার, ক্যাম্পস-এর নির্বাহী পরিচালক রেজওয়ান সালেহীনসহ আরও অনেকে এতে বক্তব্য দেন।
অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান ক্যাম্পস কিডনি রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সুলভে কিডনি চিকিৎসার কার্যক্রম পরিচালনা করে আসছে। কিডনি চিকিৎসা দেশের প্রত্যন্ত এলাকার দোড়গোড়ায় পৌঁছে দিতে ক্যাম্পস তার কিডনি রোগ সম্পর্কে সচেতনতার বাণী, ডায়ালাইসিস সেবা এবং চিকিৎসা কার্যক্রম দেশের বিভিন্ন প্রান্তে প্রসারিত করছে।
আরও পড়ুন: প্রতি জেলায় কিডনি ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী
ইতোমধ্যে ক্যাম্পস টাঙ্গাইল, চাঁদপুর ও মাদারীপুরসহ বিভিন্ন এলাকায় ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠা করে কিডনি রোগীর চিকিৎসা প্রাপ্তির সুযোগ তৈরি করেছে। চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে ক্যাম্পস টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলায় একটি ডায়ালাইসিস কেন্দ্র প্রতিষ্ঠা করেছে।