দরিদ্র
সেন্টমার্টিন দ্বীপে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে বিজিবি
সেন্টমার্টিনে ২০০ দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপের সীমান্তবর্তী এলাকা পরিদর্শন শেষে শীতবস্ত্র বিতরণ করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।
এর আগে বুধবার তিনি কক্সবাজার-মিয়ানমার সীমান্তবর্তী পালংখালী ও ঘুমধুম বিওপি পরিদর্শন করেন।
এসময় অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালানসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলায় অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা কার্যক্রমে গতিশীলতা আনতে কর্মকর্তাদের নির্দেশ দেন বিজিবি মহাপরিচালক।
১১ মাস আগে
বিদেশে কর্মী না পাঠালে দরিদ্রের হার ১০% বাড়ত: প্রবাসীকল্যাণ সচিব
প্রবাসীকল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেছেন, দেশের কর্মক্ষম ২৫ শতাংশ মানুষের কর্মসংস্থান হয় অভিবাসনের মাধ্যমে। বৈদেশিক কর্মসংস্থান না হলে বাংলাদেশে দরিদ্র লোকের সংখ্যা ১০ শতাংশ বেড়ে যেত।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকার এফডিসিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশি শ্রমিক অভিবাসনের জন্য ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মালদ্বীপের শ্রমবাজার উন্মুক্ত হওয়ায় সেখানে কাজের সুযোগ বাড়ার পাশাপাশি ন্যায্য মজুরি প্রাপ্তির বিষয়ে সেদেশের সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
মালদ্বীপে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না এবং ওমানে বাংলাদেশি শ্রমিক যাওয়ার বিষয়ে যে নিষেধাজ্ঞা রয়েছে তা প্রত্যাহারে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সৌদি প্রবাসীদের জন্য চালু হচ্ছে জাতীয় পরিচয়পত্র সেবা
ড. সালেহীন বলেন, ইতোমধ্যে ওমানের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। অচিরেই ওমানে কর্মী পাঠানোর বিষয়টি সুরাহা হবে বলে আশা করা যাচ্ছে।
তিনি বলেন, বিদেশ থেকে আউট পাস নিয়ে বিপুল সংখ্যক কর্মীর দেশে ফেরার বিষয়টি সরকার অনুসন্ধান করে দেখবে এবং এই ধরনের পরিস্থিতির জন্য কেউ দায়ী থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সচিব বলেন, ফেরত আসা অভিবাসী শ্রমিকদের সামাজিক সুরক্ষার জন্য ‘ন্যাশনাল রি-ইন্টিগ্রেশন পলিসি’ নতুন সরকার গঠনের পর চূড়ান্ত করা হবে। বৈধ পথে রেমিট্যান্স বৃদ্ধির জন্য একচেঞ্জ রেটকে আরও বেশি আকর্ষণীয় করা উচিৎ। এর জন্য বাংলাদেশ ব্যাংক কাজ করছে।
ডিবেট ফর ডেমোক্রেসি ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) যৌথভাবে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
আরও পড়ুন: জৈন্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী খুন
প্রতিযোগিতায় ৪টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নেন।
হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, ২০২৩ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৪ মাসে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি ১৭ দশমিক ৫৫ শতাংশ কমে গেছে। শ্রমিকের স্বাস্থ্যঝুঁকি, পরিবেশগত কমপ্লায়েন্স রক্ষা করতে না পারা, আর্টিফিশিয়াল লেদারের গুরুত্ব বৃদ্ধিসহ চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি কমে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
মালদ্বীপের শ্রমবাজার খোলার সংবাদের সঙ্গে সঙ্গে কোনো দালাল চক্র যাতে সাধারণ মানুষকে প্রতারিত না করতে পারে তার জন্য সজাগ থাকার পরামর্শও দেন কিরণ।
‘প্রবাসী কর্মীদের প্রেরিত অর্থ বৈদেশিক আয়ের মূল চালিকাশক্তি’ শীর্ষক উদ্বোধনী প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি’র বিতার্কিকদের পরাজিত করে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন সাংবাদিক মাঈনুল আলম, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক প্রসূন আশীষ, সাংবাদিক ঝুমুর বারী, সাংবাদিক আলমগীর হোসেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী উভয়দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
আরও পড়ুন: ‘বাংলাদেশ প্রবাসী অ্যাওয়ার্ড’ চালু করেছে ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশন
১ বছর আগে
চিকিৎসাবঞ্চিত দরিদ্র ও সম্প্রদায়কে নিয়ে গবেষণায় অবদান রাখছে আইসিডিডিআর,বি: লিলি নিকোলস
আইসিডিডিআর,বি শুধু গবেষণায় নয়, সম্প্রদায়ের জন্যও অবদান রাখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার ড. লিলি নিকোলস।
তিনি বলেন, বিশেষ করে দরিদ্র লোক, যাদের চিকিৎসা পরিষেবার কোনো উপায় বা সুযোগ নেই তাদের নিয়ে গবেষণা করছে সংস্থাটি।
মঙ্গলবার একটি অনুষ্ঠানে ড. নিকোলস এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এটি একটি অবিশ্বাস্য অবদান। আপনি পরবর্তীতে কী করবেন তা দেখার জন্য আমিও খুব আগ্রহী। কানাডা অবশ্যই শুরু থেকেই গর্বিত মূল দাতা হিসেবে আপনাদের সঙ্গে ছিল এবং থাকবে।’
বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা ও উদ্ভাবনে অগ্রণী ভূমিকা পালনের ৬৩ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর মহাখালী ক্যাম্পাসে আইসিডিডিআর,বি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
দক্ষিণ-পূর্ব এশিয়া চুক্তি সংস্থা (এসইএটিও) এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) সহায়তায় কলেরা রিসার্চ ল্যাবরেটরি (সিআরএল) নামে চালু হয়। পরে ১৯৭৮ সালে আইসিডিডিআর,বি নামে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের সংসদে পাস হওয়া আইসিডিডিআর,বি আইন ২০২২-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়, যা একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে আইসিডিডিআরবি'র ভূমিকা পুনর্ব্যক্ত করে।
বিশেষ সেমিনারে তাহমিদ আহমেদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। চিকিৎসা গবেষণা ও জনস্বাস্থ্যে আইসিডিডিআরবি'র গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন তিনি।
আইসিডিডিআর,বি'র ওরাল রিহাইড্রেশন সলিউশন (ওআরএস) এর যুগান্তকারী উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন ড. আহমেদ। টিটেনাস টক্সয়েড ভ্যাকসিন গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতিসহ শৈশবকালীন ডায়রিয়াজনিত রোগের মৃত্যুহার হ্রাস এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যের অগ্রগতিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
কার্যকর মুখে খাওয়ার কলেরার টিকা তৈরি, গুরুতর অপুষ্টির চিকিৎসার জন্য গাইডলাইন প্রতিষ্ঠা এবং বৈশ্বিক পোলিও নির্মূল প্রচেষ্টায় অবদান রাখার ক্ষেত্রে আইসিডিডিআরবি'র নেতৃত্বের কথাও উঠে আসে তার বক্তব্যে।
আরও পড়ুন: সন্তান প্রসবে সবচেয়ে বেশি ব্যয় সিজারে: আইসিডিডিআরবি
১ বছর আগে
দরিদ্রদের জীবনমান উন্নয়নে একত্রে কাজ করবে চীন-ইউএনডিপি
ঢাকা শহরের দরিদ্রদের জীবনমান উন্নয়নে একত্রে কাজ করবে গণপ্রজাতন্ত্রী চীন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ।
জীবিকার সুযোগ বাড়াতে এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় সোমবার (১৩ নভেম্বর) বনানীর কড়াইল বেদে বস্তিতে সেলাই মেশিন হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে ১৪২৫টি অটোমেটিক সেলাই মেশিন বিতরণ করা হয়।
এই উদ্যোগটি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) সম্পর্কিত উৎপাদন সক্ষমতা জোরদার করার বিষয়ে চীন-ইউএনডিপি সাউথ-সাউথ ও ত্রিপক্ষীয় সহযোগিতা প্রকল্পের অন্তর্ভুক্ত।
সেলাই মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ওয়েন এবং বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি জনাব স্টেফান লিলার।
স্থানীয় জনগণের উদ্দেশে মেয়র আতিক বলেন, ‘শহরের দরিদ্র অধিবাসীদের; বিশেষ করে নারীদের জীবনযাত্রার মান উন্নত করতে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমরা এমন একটি শহর তৈরি করতে পারি, যেখানে কেউ পিছিয়ে থাকবে না এবং সবার জীবনেই পরিবর্তন আসবে।’
তিনি বলেন, ‘ডিএনসিসি মেয়র হিসেবে আমি বলব, ইউএনডিপি ও চীন দরিদ্রদের দারিদ্র্য থেকে বের করে আনতে যে কাজ করছে তা অত্যন্ত উৎসাহব্যঞ্জক।’
আরও পড়ুন: ইউএনডিপি-এসএমই ফাউন্ডেশনের সমঝোতা স্মারক সই
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার বক্তব্যে বলেন, ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়নে চীন-ইউএনডিপি’র এই সহযোগিতামূলক সম্পর্কের ইতিবাচক প্রভাব প্রত্যক্ষ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। অটোমেটিক সেলাই মেশিনের বিতরণ অর্থনৈতিক স্থিতিস্থাপকতা সৃষ্টিতে এবং টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে আমাদের যৌথ অঙ্গীকারের একটি নিদর্শন এবং যা টেকসই পরিবর্তনের পেছনে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বকে আরও একবার জানান দেয়।’
বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার তার বক্তব্যে বলেন ‘ইউএনডিপি’র বৈশ্বিক উদ্যোগসমূহকে সফল করার ক্ষেত্রে অনেকদিন ধরেই চীন আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। আমাদের শীর্ষ ২০টি সহায়তাকারী দেশের মধ্যে চীন অন্যতম। চীনসহ অপরাপর সহায়তা প্রদানকারী দেশগুলোর সমর্থনেই আমরা বিশ্বব্যাপী ১৭০টি দেশে আমাদের কার্যক্রমকে এগিয়ে নিচ্ছি। আমরা চীনের এই সমর্থনকে সাধুবাদ জানাই।’
তিনি বলেন, ‘শুধুমাত্র চীনের ভূখণ্ডেই নয়, বরং সাউথ-সাউথ সহযোগিতা বিনিময় প্রকল্পের আওতায়ও আমরা চীনের সহযোগিতায় বিভিন্ন দেশে, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় দক্ষতা প্রশিক্ষণ এবং নগদ অর্থ প্রদানের মত কাজ করছি। ঠিক যেমনটা আজ আমরা এই কড়াইল বস্তিতে নারীদের মধ্যে অটোমেটিক সেলাই মেশিন বিতরণ করলাম। আমরা চীনের এই অব্যহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।’
চীন থেকে প্রাপ্ত মোট ১৪২৫টি অটোমেটিক সেলাই মেশিন ১২৪৫ জন ব্যক্তি এবং ছয়টি সমবায়ের কাছে হস্তান্তর করেছে ইউএনডিপি।
এই মেশিনগুলো বিতরণের উদ্দেশ্য হলো সেলাইয়ের কাজে নিজেদের দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ গ্রহণ করে নারীরা যেন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে পারে এবং তৈরি পোশাক খাতের কর্মী হিসেবে নিজেদের প্রস্তুত করতে পারে।
অটোমেটিক সেলাই মেশিন পাওয়া শহরের দরিদ্র জনগোষ্ঠীর এই নারীরা মনে করেন, এখন তারা তাদের স্বপ্ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবেন।
আরও পড়ুন: বাংলাদেশের তরুণদের দক্ষতা বাড়াতে ইউএনডিপি ও ব্রিটিশ কাউন্সিলের সমঝোতা চুক্তি
বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে ইউএনডিপি’র ‘ক্লিক ফর ওয়াইল্ডলাইফ’ প্রচারাভিযান
১ বছর আগে
বিএনপি চায় দেশের মানুষ দরিদ্র থাকুক: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সমগ্র বিশ্ব গত ১৩ বছরে বাংলাদেশের উন্নতির স্বীকৃতি দিলেও, মির্জা ফখরুল সাহেবদের এগুলো স্বীকার করতে কষ্ট হয়। কারণ দেশের মানুষের অগ্রগতি তাদের পছন্দ নয়, বিএনপি চায় দেশের মানুষ দরিদ্র থাকুক।
শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অভ বাংলাদেশ সংগঠনের সভাপতি সালাম মাহমুদের সভাপতিত্বে টেলিপ্রেস-ট্রাব মিডিয়া এওয়ার্ড ২০২২ প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন বিশেষ অতিথির বক্তব্য দেন।বিএনপি মহাসচিবের মন্তব্য ‘দেশের উন্নতির তথ্য-উপাত্ত ভুয়া’-এ বিষয়ে প্রশ্নে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন,‘গত ১৩ বছরে মানুষের মাথাপিছু আয় ৬০০ থেকে ২৬০০ ডলারে উন্নীত হয়েছে। এবং এই বৃদ্ধি আইএমএফ , বিশ্বব্যাংকসহ বিশ্বের সবাই স্বীকার করেছে। আমাদের মাথাপিছু আয় অনেক আগেই পাকিস্তানকে ছাড়িয়েছিল, এখন ভারতকেও ছাড়িয়েছে। মানুষের ক্রয়ক্ষমতা কয়েকগুণ বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধির হার বেড়েছে। করোনার মধ্যে বিশ্বের মাত্র ২০ টি দেশের জিডিপির ধনাত্মক প্রবৃদ্ধি হয়েছে, তার মধ্যে বাংলাদেশ একটি শীর্ষদেশ।'
আরও পড়ুন: সাংবাদিকরাও সর্বজনীন পেনশনের আওতায় আসবে: তথ্যমন্ত্রী
তিনি আরও বলেন,‘বিএনপি’র অর্থমন্ত্রী সংসদে দাড়িয়ে বলেছিলেন- খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো নয়, তাহলে বাইরে থেকে সাহায্য-খয়রাত পাবো না। যাদের মানসিকতা এমন, তাদের তো অগ্রগতি পছন্দ হবে না। সেজন্যই তারা এ নিয়ে বিভ্রান্তিকর কথা বলেন।’বিএনপি মহাসচিবের আরেক মন্তব্য ‘আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারকে ভয় পায়’ এর জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে এবং তখন আওয়ামী লীগ সরকারই নির্বাচনকালীন সরকার বলুন বা তত্ত্বাবধায়ক সরকার বলুন, সেই দায়িত্ব পালন করবে। এর মধ্যে দেশে যেসব নির্বাচন হয়েছে, সেগুলো অত্যন্ত সুষ্ঠু হয়েছে, অনেকগুলোতে বিএনপিও জয়লাভ করেছে। প্রকৃতপক্ষে জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় বিএনপি নির্বাচনকে ভয় পায়। যেহেতু তাদের দুই নেতা বেগম জিয়া ও তারেক রহমান আদালতে শাস্তিপ্রাপ্ত হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারবেন না, সেহেতু তারা নির্বাচনে উৎসাহ হারিয়েছে।’
আরও পড়ুন: কৌশলগত কারণে বাংলাদেশ জাতিসংঘে ভোটদানে বিরত ছিল: তথ্যমন্ত্রী
ওয়ান ইলেভেনের কুশিলবরা আবার সরব হয়েছে: তথ্যমন্ত্রী
২ বছর আগে
বাংলাদেশে করোনা: সীমাহীন চিকিৎসা ব্যয় অনেক মানুষকে দরিদ্র করে তুলেছে
ছোট ব্যবসায়ী হাসান চৌধুরী কোভিডের উপসর্গ নিয়ে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। চিকিৎসা বাবদ ৪ লাখ টাকার বেশি বিল পরিশোধ করে হাসানের মৃতদেহ দাফনের ব্যবস্থা করা পরিবারের কাছে অসম্ভব হয়ে দাঁড়ায়।
এক বছরের মধ্যে হাসানের পরিবারে এটি দ্বিতীয় ধাক্কা। গত বছর তার স্ত্রী কিডনি সমস্যায় ভুগে এক মাস হাসাপাতালে চিকিৎসাধীন থাকার পর মার যান। তখন স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে সমস্ত সঞ্চয় শেষ হবার পর তারা ঋণ নিয়েছিলেন।
নিহতের ভাই ইউএনবিকে বলেন, চৌধুরীর মৃতদেহ দীর্ঘদিন ধরে হাসপাতালের মর্গে পড়েছিল। পরে নিকটাত্মীয় এবং পরিবারের সদস্যদের সহযোগিতায় তার মৃতদেহ হাসপাতাল থেকে নিয়ে দাফন করা হয়।
তিনি বলেন, ‘আমার ভাইয়ের বয়স ৭০ এর কাছাকাছি এবং তিনি অসুস্থ ছিলেন। গত বছর তার স্ত্রীর মৃত্যুর পর তার স্বাস্থ্যের অবনতি ঘটে। কোভিডের উপসর্গ দেখা দেয়ার পর তার অবস্থার আরও অবনতি হওয়ায় তার ছেলে অ্যাম্বুলেন্সে করে একটি সরকারি হাসপাতালে ভর্তি করার চেষ্টা করেন। কিন্তু কয়েক ঘণ্টা চেষ্টার পর সরকারি হাসপাতালে শয্যা পেতে ব্যর্থ হয়ে তাকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে দ্রুত আইসিইউতে নেয়া হয়।’
নিহতের ভাই বলেন, ‘চৌধুরী বেশ কিছুদিন আইসিইউতে ছিলেন কিন্তু কোনো বড় চেক-আপ করা হয়নি। তিন দিন পর আমাদের অনুরোধে চিকিৎসকদের একটি দল তাকে দেখেন এবং আইসিইউ থেকে একটি কেবিনে স্থানান্তরের সুপারিশ করেন। একদিন পর অবস্থা সংকটাপন্ন বলা হলে তাকে আবার আইসিইউতে নিয়ে যাওয়া হয়। এর দু’দিন পর আইসিইউতে তার মৃত্যু হয়।’
‘ পাঁচ দিনের চিকিৎসার জন্য আমাদের ৪ লাখের বেশি বিল দেয়া হয়েছে। একদিনে তাৎক্ষণিকভাবে এত টাকা জোগাড় করতে না পারায় হাসপাতাল কর্তৃপক্ষ লাশ রিলিজ দিতে অস্বীকৃতি জানায়। পরে নিকটাত্মীয় ও পরিবারের সদস্যদের সহযোগতিায় তার লাশ এনে দাফনের ব্যবস্থা করি,’ বলেন নিহতের ভাই।
আরও পড়ুন: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২২ কোটির কাছাকাছি
৩ বছর আগে
ব্র্যাক আন্তর্জাতিকের নতুন প্রধান শামেরান আবেদ
বিশ্বের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আন্তর্জাতিক বিভাগের নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন শামেরন আবেদ। আগামী আগস্টের ১ তারিখ থেকে তিনি দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুনঃ বিদেশ ফেরত ৪৭ শতাংশেরই কাজ জোটেনি: ব্র্যাক
নির্বাহী পরিচালক হিসেবে শামেরান ব্র্যাক ইন্টারনেশনালের ২০৩০ এর মধ্যে ২৫০ মিলিয়ন সুবিধাবঞ্চিত নারী, তরুণ এবং দরিদ্র মানুষকে সহায়তা এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের ক্ষেত্রে কৌশলগত এবং কার্যকরী ভূমিকা রাখবেন। এছাড়াও তিনি ব্র্যাক ইন্টারনেশনালের ক্ষুদ্র ঋণ প্রকল্পের নেতৃত্ব দিবেন।
আরও পড়ুনঃ দেশের সড়ক নিরাপত্তা উন্নয়নে বিশ্বব্যাংক ব্র্যাকের সমঝোতা
শামেরান বলেন, 'আমরা যেহেতু মহামারির কারণে নজিরবিহীন চ্যালেঞ্জ মোকাবিলা করছি, যেটা আমাদের পুনরায় মনে করিয়ে দিচ্ছে বিশ্বের প্রান্তিক জনগোষ্ঠীকে দারিদ্র্যের হাত থেকে রক্ষার জন্য দীর্ঘস্থায়ী এবং স্থিতিশীল অবস্থান তৈরি কতোটা প্রয়োজনীয়'।
শামেরান ২০০৯ সালে ব্র্যাকে যুক্ত হন। পরবর্তীতে ২০১২ সালে ব্র্যাকের আন্তর্জাতিক বিভাগে কাজ শুরু করেন।
আরও পড়ুনঃ বিদেশফেরত ৮৭ শতাংশের আয়ের কোনো উৎস নেই: ব্র্যাক
উল্লেখ্য, শামেরান আমেরিকার হ্যামিল্টন কলেজ থেকে অর্থনীতির ওপর স্নাতক অর্জন করেন এবং যুক্তরাজ্য থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেন।
৩ বছর আগে
করোনায় ২.৫ কোটি মানুষ দরিদ্র হবার দাবি নাকচ অর্থমন্ত্রীর
অর্থমন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল দেশে করোনা মহামারির কারণে নতুন করে ২.৫ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাবার বিষয়টি নাকচ করেছেন।তিনি বলেছেন, ‘দেশের দুই থেকে আড়াই কোটি জনগণ দারিদ্র্য সীমার নিচে চলে গেছেন, এমন দাবি আমি বিশ্বাস করি না। আমাকে খতিয়ে দেখতে হবে কীভাবে কিছু গবেষণা সংস্থা এমন তথ্য পেয়েছে।’বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: আর্থিক খাতে দুর্নীতির ব্যাপারে সরকারের জিরো টলারেন্স: অর্থমন্ত্রী
এসময় অর্থমন্ত্রী জানান, সরকারের নিজস্ব গবেষণা প্রতিষ্ঠান রয়েছে এবং তারা কাজ করছে। সরকারি গবেষণা সংস্থার তথ্য ছাড়া অন্য কোনও তথ্য গ্রহণযোগ্য হবে না বলেও জানান তিনি।সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন অর্থনীতিবিদদের বাজেট নিয়ে সমালোচনার জবাবে বলেন, এই বাজেটে সবকিছুই অন্তর্ভুক্ত করা হয়েছে। বাজেট বাস্তবায়নের পর থেকেই এর ফলাফল মানুষ বুঝতে পারবে।
আরও পড়ুন: বাজেটে জীবন, জীবিকার সুরক্ষায় সুনির্দিষ্ট রূপরেখা নেই: সিপিডি
মন্ত্রী এই বাজেটকে দরিদ্র মানুষে উপযোগী বাজটে হিসেবে উল্লেখ করেন।এর আগে দু’টি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান দাবি করে, করোনার প্রভাবে দেশের ২ কোটি ৪৫ লাখ মানুষ দরিদ্র হয়েছে।
৩ বছর আগে
রমজানে দরিদ্র ও দুস্থতের জন্য ১২১ কোটি টাকা বরাদ্দ
আসন্ন রমজান উপলক্ষে দেশের দরিদ্র ও দুস্থ পরিবারের সাহায্যার্থে বিতরণের জন্য ১২১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেয়া হয়।
মুজিববর্ষে কোভিড-১৯ পরিস্থিতিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারকে তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তার জন্য এ অর্থ ব্যয় করা যাবে।
দেশের ৬৪টি জেলার ৪ হাজার ৫৬৮ টি ইউনিয়নের প্রতিটিতে ২ লাখ ৫০ হাজার টাকা হারে মোট ১১৪ কোটি ২০ লাখ টাকা মানবিক সহায়তা হিসেবে প্রদানের জন্য অর্থ ছাড় করা হয়। সারা দেশের ৩২৮টি পৌরসভার অনুকূলে মোট পাঁচ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে এ ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য দুই লাখ টাকা, বি ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং সি ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য এক লাখ টাকা হারে বরাদ্দ প্রদান করা হয়।
আরও পড়ুন: রমজানের আগেই খুলনায় নিত্যপণ্যের বাজার চড়া
এছাড়াও ঢাকা দক্ষিণ ও উত্তর, গাজীপুর এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য সাত লাখ টাকা হারে বরাদ্দ দেয়া হয়। ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং সিলেট সিটি করপোরেশনের প্রতিটির জন্য পাঁচ লাখ টাকা হারে বরাদ্দ দেয়া হয়। তাছাড়া দেশের ৬৪টি জেলায় এ ক্যাটাগরি দুই লাখ, বি ক্যাটাগরি এক লাখ পঞ্চাশ হাজার এবং সি ক্যাটাগরি জেলার জন্য এক লাখ টাকা হারে মোট এক কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
আরও পড়ুন: নিত্য পণ্যের বাজার এখন নিয়ন্ত্রণের বাইরে: জিএম কাদের
৩ বছর আগে
দরিদ্রদের জন্য কিডনি ডায়ালাইসিস ব্যয় কমান: আলোচনায় বক্তারা
দেশে কিডনিজনিত রোগের চিকিৎসা ব্যয় বেশি হওয়ায় দরিদ্রদের জন্য কিডনি ডায়ালাইসিসের ব্যয় কমাতে সরকার ও বেসরকারি খাত সংশ্লিষ্টদের প্রতি শুক্রবার অনুরোধ জানিয়েছেন বক্তারা।
৪ বছর আগে