ঢাকা, ১৮ জানুয়ারি, (ইউএনবি)- রাষ্ট্রপতি আবদুল হামিদ দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার না করতে জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি আহ্বান জানিয়েছেন। এসময় তিনি বলেন, ‘সুষ্ঠু ও যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য ক্ষমতা ব্যবহার করা প্রয়োজন। কিন্তু এর চেয়ে বেশি প্রয়োজন ক্ষমতার অপব্যবহার না করার নিশ্চয়তা। তাই দায়িত্ব পালনকালে সচেতনভাবে ক্ষমতা ও দায়িত্বের মধ্যকার পার্থক্য বজায় রাখতে হবে।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়নে আয়োজিত ডিসি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেয়ার সময় রাষ্ট্রপতি এসব কথা বলেন।
এসময় রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাধীন বাংলাদেশ গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান নেতৃত্বের কথা কর্মকর্তাদের স্মরণ করিয়ে দেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ আমি রাষ্ট্রপতি, আপনারা সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক হয়েছেন, এটা আমাদের ভুলে গেলে চলবে না।
সেবা পাওয়া জনগণের অধিকার উল্লেখ করে তিনি বলেন, জনগণের সেবক হিসেবে আপনাদের দায়িত্ব পালন করতে হবে।
আরও পড়ুন: সরকারি কাজে স্বচ্ছতা প্রতিষ্ঠার আহ্বান রাষ্ট্রপতির
তিনি বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিন। এটা মনে রাখতে হবে যে আমরা জনগণের টাকায় আমাদের সংসার চালাই। তাই সরকারি সেবা প্রদান কোনো দয়া বা কল্যাণের বিষয় নয়।
সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে দারিদ্র্য বিমোচন ও সামাজিক ন্যায়বিচারের কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ কর্মসূচির সুফল প্রকৃত দরিদ্রদের কাছে পৌঁছাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবশ্যই নিশ্চয়তা প্রদান করতে হবে।
তিনি আরও বলেন, দেশের দরিদ্র মানুষের মৌলিক চাহিদা মেটাতে, সামাজিক সুরক্ষা ও জনগণের ক্ষমতায়ন, বিশেষ করে নারীর ক্ষমতায়নের জন্য কার্যকর নেতৃত্ব প্রদান করতে হবে আপনাদের।
তিনি বলেন, ভূমি সংক্রান্ত সেবার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ভূমি রেকর্ড ও জরিপ ব্যবস্থাপনা ডিজিটালাইজ করা হচ্ছে।
রাষ্ট্রপতি বলেন, তবে ভূমি রেকর্ডের সময় একদল অসাধু কর্মচারী স্থানীয় প্রভাবশালী দালালদের সঙ্গে যোগসাজশ করে অবৈধ সুযোগ-সুবিধা নিয়ে নানা অনিয়ম করছে। এতে জনদুর্ভোগ বাড়ছে।
তিনি কর্মকর্তাদের এসব বিষয়ে কঠোর হতে এবং যেকোনো অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নিতে এবং জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে বলেন।
আরও পড়ুন: ইসি নিয়ে সংলাপ: রাষ্ট্রপতির সঙ্গে ইসলামী ফ্রন্ট ও জমিয়তে উলামায়ের বৈঠক
দুর্নীতিকে উন্নয়নের সবচেয়ে বড় বাধা আখ্যায়িত করে তিনি বলেন, দুর্নীতির কারণে টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। মাঠ প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে।
আবদুল হামিদ বলেন, মাঠ পর্যায়ে জনগণের জন্য গৃহীত কার্যক্রম নিয়ে আলোচনার জন্য জেলা প্রশাসক সম্মেলন একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম।
সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া, সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাগীর হোসেন ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার কামরুল হাসান বক্তব্য রাখেন।
আরও পড়ুন: তরুণদের মানবতা ও জনকল্যাণে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির