দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে আটক করে দুই বছর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত তাজুল ইসলাম (৩২) উপজেলার মাহাতাবপুর গ্রামের সিদ্দিকুল্লাহর ছেলে।
এব্যাপারে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ পৌরশহরে লাইফ কেয়ারে অভিযান চালিয়ে চিকিৎসক তাজুল ইসলামকে আটক করা হয়। এ সময় তাজুল ডাক্তারি সনদ দেখাতে ব্যর্থ হন।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে তিনি অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই বছর কারাদণ্ড দেন। একই সাথে তার বীরগঞ্জ ও গোলাপগঞ্জের ২টি চেম্বার সিলগালা করে দেয়া হয়।
বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নবীর হোসেন খান জানান, সাজাপ্রাপ্ত আসামিকে রায়ের কপিসহ কারাগারে পাঠানো হয়েছে।