৬ লাখ মুসল্লির অংশগ্রহণে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় ঈদের এই জামাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও এই জামাতে এবার অংশ নিয়েছেন দূর-দূরান্তের মুসল্লিরা এবং তাদের জন্য চলাচল করেছে দুইটি বিশেষ ট্রেনসহ অন্যান্য যানবাহন।
এই জামাতে ইমামতি করেন মাওলানা শামসুল আলম কাশেমী।
নামাজ শেষে দেশ ও দেশের মানুষসহ মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
নামাজে অংশ নেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ইনায়েতুর রহিম, হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদসহ সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ স্থানীয়সহ আশপাশের জেলা উপজেলা থেকে আসা মুসল্লিরা।
২৩ একর আয়তনবিশিষ্ট এই ঈদগাহে বৃহৎ পরিসরে ঈদের জামাত শুরু হয় ২০১৭ সাল থেকে।