রাষ্ট্রপতির আদেশক্রমে রবিবার আইন মন্ত্রণালয় থেকে এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগ পাওয়া দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ
মোরশেদ ও মেহেদী হাসান চৌধুরী।
আরও পড়ুন: করোনা আক্রান্ত বিচারককে হেলিকপ্টারে দিনাজপুর থেকে ঢাকায় স্থানান্তর
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা গেলে গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনকে দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়।
এই নিয়োগের পর তখনকার দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেন। এই দুজনের পদত্যাগের পর আজ নতুন দুইজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়া হলো।
আরও পড়ুন: দ্রুত ও ভোগান্তিমুক্ত ন্যায়বিচার নিশ্চিত করুন: বিচারকদের প্রধানমন্ত্রী
নতুনভাবে নিয়োগপ্রাপ্ত দুই জনসহ এখন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাঁড়ালো তিনজনে।
অপর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীরকে গত বছর ১ সেপ্টেম্বর নিয়োগ দিয়েছিল সরকার।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে বর্তমানে ৬৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৫১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল মিলিয়ে মোট ২২২ জন আইন কর্মকর্তা রয়েছেন।
আরও পড়ুন: দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ