দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে শনাক্তের হারেও ঊর্ধ্বগতি দেখা যায়। এসময়ে নতুন করে ৬০১ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ে শনাক্ত হার ১১ দশমিক ৬০ শতাংশ।
দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৪০ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ১৮ হাজার ২১৫ জনে পৌঁছেছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ১৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ সময় শনাক্তের মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩৬২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৯৭৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৬ শতাংশ।
আরও পড়ুন: চীনে করোনা কোয়ারেন্টাইন বাস দুর্ঘটনার কবলে, নিহত ২৭