গত মার্চে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর থেকে বর্তমানে বাংলাদেশ করোনা সংক্রমণের ক্ষেত্রে ভয়াবহ অবস্থানে রয়েছে। দেশে এক সপ্তাহ ধরে করোনায় একশো'র বেশি মৃত্যু হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তি অনুসারে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১৩৪ জন এবং এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬,২১৪ জনের।
আরও পড়ুনঃ রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১৩ মৃত্যু
নতুন মৃত্যুসহ দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ৯১২ জন এবং করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯ লক্ষ ৩৬ হাজার ২৫৬ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দেশে করোনা শনাক্তের হার ২৭.৩৯ শতাংশ যা শুক্রবারে ছিল ২৮ শতাংশ।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে করোনায় আরও ৪ মৃত্যু, শনাক্ত ৯৪
এই সময়ে দেশে মৃত্যুর হার ১.৫৯ শতাংশে অপরিবর্তিত রয়েছে।