ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু এবং নতুন করে ৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন মৃত্যু এবং শনাক্তের নতুন তথ্য জানা যায়। এসময়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩০ জনের। শনাক্তের হার ২৮ দশমিক ৪৮ শতাংশ।
আরও পড়ুন: অক্সিমিটার কিনতে রাস্তায় করোনা রোগী
জেলা সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, নতুন ৯৪ জন শনাক্তের মধ্যে সদরের ৭০ জন, বালিয়াডাঙ্গীর সাত, পীরগঞ্জে তিন, রাণীশংকৈলে ছয় ও হরিপুরে আট জন রয়েছেন। এ ছাড়া মৃতদের মধ্যে সদর ও রাণীশংকৈলে একজন করে ও হরিপুরে দুই জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি জানান, ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৩,৬০৩ জন। এর মধ্যে ২,১৩৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং এ পর্যন্ত মোট মারা গেছেন ৮৭ জন।
আরও পড়ুন: করোনায় দাফন: কঠোর লকডাউনেও সক্রিয় কোয়ান্টামের স্বেচ্ছাসেবীরা
এদিকে, জেলা ও উপজেলা প্রশাসন প্রায় প্রতিদিনই করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।
জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান জানান, শুক্রবার ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪১ মামলায় বিভিন্ন জনকে ৫২ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়েছে।