বিমান চলাচলে বিধিনিষেধ থাকার কারণে বাংলাদেশে আটকেপড়া ভারতীয় শিক্ষার্থীদের বিশেষ বিমানের মাধ্যমে দেশে ফিরিয়ে নিতে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।
ঢাকা থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে করে ওই শিক্ষার্থীদের শ্রীনগরে নিয়ে যাওয়ার কথা রয়েছে।
সকাল ১১টার দিকে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
বেশ কয়েকটি ফ্লাইট প্রস্তুত করা হচ্ছে বলেও জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন।
করোনাভাইরাস মহামারির কারণে দেশব্যাপী লকডাউন থাকায় ভারতের বিভিন্ন শহর থেকে এখন পর্যন্ত নিজেদের ২ হাজার নাগরিককে ফিরিয়ে এনেছে বাংলাদেশ।