প্রধানমন্ত্রী বলেন, ‘ভৌগলিক কারণে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বাংলাদেশে বিনিয়োগ করে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে প্রবেশ করা সম্ভব হবে।’
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-সেভেনডেন সৌজন্য সাক্ষাৎ করতে এলে এই আহ্বান জানান শেখ হাসিনা।
আরও পড়ুন: বাংলাদেশে এলএনজি রপ্তানি করতে চায় মালয়েশিয়া: হাই কমিশনার
এ আহ্বানের পর প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, বাংলাদেশে এখন ব্যবসার অনুকূল পরিবেশ বিরাজ করছে তাই নরওয়ের প্রতি বিশেষ করে আইসিটি ও পরিবেশ বান্ধব পাট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সরকার জাহাজ রিসাইকেল শিল্পের জন্য সর্বাত্মক সহায়তা দিচ্ছে এবং এ ক্ষেত্রে বাংলাদেশকে নরওয়ে সহায়তা দিচ্ছে।
আরও পড়ুন: কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে আরও গবেষণার আহ্বান প্রধানমন্ত্রীর
তিনি নরওয়ের রাষ্ট্রদূতকে আরও জানান, বাংলাদেশ ইতোমধ্যে কোভিড-১৯ মোকাবিলায় দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু করেছে।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং যুদ্ধের পরে দেশ পুনর্নির্মাণে নরওয়ে যে সহায়তা করেছে তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: শক্তিশালী বিরোধীদল অবশ্যই দরকার: প্রধানমন্ত্রী
বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-সভেনডেন বলেন, মুক্তিযুদ্ধের পরপরই প্রথম যে সব দেশ বাংলাদেশকে স্বতন্ত্র দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে তাদের মধ্যে একটি হলো তার দেশ।
একটি স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশের পর থেকে নরওয়ে বাংলাদেশকে সহায়তা করে আসছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়নের অংশীদার হলো নরওয়ে।
আরও পড়ুন: আর্থ-সামাজিক উন্নয়নে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দীর্ঘ সময় ধরে আ’লীগ ক্ষমতায় থাকায় উন্নয়ন গতি পেয়েছে: প্রধানমন্ত্রী
স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল, আজ তারাই ব্যর্থ: প্রধানমন্ত্রী