নরওয়ে
অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার লক্ষ্যে কাজ করবে ইউএনডিপি ও নরওয়ে
সবার জন্য শান্তিপূর্ণ দেশ গড়ে তুলতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি চুক্তি সই করেছে নরওয়ে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশে অবস্থিত নরওয়ে দূতাবাসে এই চুক্তি সই হয়। চুক্তিটির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত থাকবে।
দুই সংস্থার পক্ষ থেকে নরওয়ের রাষ্ট্রদূত এস্পেন রিক্টার এবং ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এই চুক্তিতে সই করেন।
নরওয়ে ও ইউএনডিপি ২০২১ সাল থেকে ইউএনডিপির প্রকল্প ‘পার্টনারশিপ ফর এ মোর টলারেন্ট ইনক্লুসিভ বাংলাদেশ (পিটিআইবি)’ বাস্তবায়নে একসঙ্গে কাজ করে যাচ্ছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ভুল তথ্য ও বিদ্বেষের প্রচার প্রতিরোধ করে একটা সহনশীল বাংলাদেশ গড়ে তোলা।
আরও পড়ুন: জলবায়ু সহনশীলতা জোরদারে ইউএনডিপির সঙ্গে ফ্রান্সের ১.২ মিলিয়ন ইউরোর চুক্তি
চুক্তি সই অনুষ্ঠানে নরওয়ের রাষ্ট্রদূত এস্পেন রিক্টার বলেন- ‘ইতিবাচক মতবাদ তৈরির মাধ্যমে একটি সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে পিটিআইবি প্রকল্পটি কাজ করে যাচ্ছে।’
ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সহযোগিতার জন্য নরওয়েকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, ‘নরওয়ের সঙ্গে আমাদের এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা তরুণ ও নাগরিক সমাজকে সম্পৃক্ত করে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে কাজ করছি। নরওয়ের সঙ্গে চলমান এই উদ্যোগের মাধ্যমে আমরা ডিজিটাল সাক্ষরতা বিষয়ে কাজ করব, যা এসডিজি লক্ষ্য ১৬ অর্জনে অবদান রাখতে পারে।’
আরও পড়ুন: শিক্ষা প্রশাসনের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে ইউএনডিপি
৩ মাস আগে
নির্ভরযোগ্য ও অভিজ্ঞ আর্থিক অংশীদার নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও উন্নয়নের মূল চাবিকাঠি: নরওয়ের রাষ্ট্রদূত
নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন সোমবার (১৬ অক্টোবর) বলেছেন, ‘পুঁজির অ্যাক্সেস, নবায়নযোগ্য জ্বালানি শক্তি শিল্পের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ভরযোগ্য ও অভিজ্ঞ আর্থিক অংশীদার নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন ও উন্নয়নের মূল চাবিকাঠি৷’
তিনি প্রতিবন্ধকতাগুলো অপসারণ এবং শাসন ও স্বচ্ছতা, সু-নিয়ন্ত্রিত বাজার এবং স্মার্ট ইনসেনটিভ বাস্তবায়ন ও সঠিক বিনিয়োগের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির জন্য একটি গতিশীল ব্যবসায়িক পরিবেশ তৈরি করার ওপর জোর দেন।
নরফান্ড দ্বারা পরিচালিত ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) বৈশ্বিক জ্বালানি সংরক্ষণে নরওয়ের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
২০২২ থেকে ২০২৭ সালের জন্য সিআইএফ ১০ বিলিয়ন নরওয়েজিয়ান ক্রোনার বরাদ্দ করেছে যেন উন্নয়নশীল দেশগুলো নবায়নযোগ্য জ্বালানি এবং স্বল্প-কার্বন প্রযুক্তিতে বিনিয়োগ করে কয়লা ও অন্যান্য জীবাশ্ম জ্বালানি শক্তি থেকে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনতে পারে।
এই নির্বাচিত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। সৌরবিদ্যুৎ কেন্দ্র এবং উইন্ড ফার্মের মতো বড় পরিসরের প্রকল্পের পাশাপাশি ছাদে সোলার ইনস্টলেশনের মতো ছোট প্রকল্পের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে তহবিলটি সহায়তা দিবে।
এরই সঙ্গে সিআইএফ জলবায়ু প্রভাবের সঙ্গে টেকসই প্রযুক্তি যেমন, শক্তি সঞ্চয় ও প্রেরণের পরিকাঠামোতে বিনিয়োগ করবে।
বাংলাদেশে জলবায়ু বিনিয়োগ তহবিলের (সিআইএফ) যাত্রা শুরু করার লক্ষ্যে ১৬ অক্টোবর ঢাকাস্থ নরওয়েজিয়ান দূতাবাস, নরফান্ড এবং দ্য নর্ডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ (এনসিসিআই) একটি সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির উত্তরণে সহায়তা করার জন্য নরওয়ের অঙ্গীকার তুলে ধরা হয়।
আরও পড়ুন: নরওয়ের একদিনের রাষ্ট্রদূত হলেন বৈশাখী
১ বছর আগে
সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়ের লেখক জন ফসে
সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের লেখক জন ফসে। বৃহস্পতিবার স্টকহোমে পুরস্কার ঘোষণা করেন সুইডিশ একাডেমির স্থায়ী সচিব ম্যাটস মালম।
গত বছর সাহিত্যে নোবেল পেয়েছিলেন ফরাসি লেখক অ্যানি এরনো। উত্তর-পশ্চিম ফ্রান্সের নরম্যান্ডির ছোট-শহরের পটভূমিতে লেখা ‘দি কারেজ অ্যান্ড ক্লিনিক্যাল অ্যাকুইটি’ বইয়ের জন্য সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কারে ভূষিত করেছিল।
১১৯ জন নোবেল সাহিত্য বিজয়ীর মধ্যে এরনো ছিলেন মাত্র ১৭তম নারী। সাহিত্য পুরস্কারটি দীর্ঘকাল ধরে সমালোচনার সম্মুখীন হয়েছে যে এটি ইউরোপীয় এবং উত্তর আমেরিকার লেখকদের পাশাপাশি খুব বেশি পুরুষ-আধিপত্যের দিকেও মনোযোগী।
আরও পড়ুন: ফিলিপাইনের নোবেল বিজয়ী মারিয়া রেসা কর ফাঁকির মামলায় খালাস
২০১৮ সালে সুইডিশ একাডেমিতে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর পুরস্কারটি স্থগিত করা হয়। একাডেমিটি নিজেকে পুনর্গঠন করেছিল তবে ২০১৯ সালে সার্বিয়ান যুদ্ধাপরাধের জন্য ক্ষমা প্রার্থী অস্ট্রিয়ার পিটার হ্যান্ডকেকে পুরষ্কার দেওয়ার জন্য আরও সমালোচনার মুখোমুখি হয়েছিল।
বুধবার রসায়নে পুরস্কার পেয়েছেন এমআইটির মাউঙ্গি বাওয়েন্দি, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের লুই ব্রুস এবং ন্যানোক্রিস্টালস টেকনোলজি ইনকর্পোরেটেডের অ্যালেক্সি ইকিমোভ। কোয়ান্টাম ডটস নামক ক্ষুদ্র কণা নিয়ে কাজের জন্য তাদের সম্মানিত করা হয়। এটি ক্ষুদ্র কণা, যার মধ্যে দিয়ে খুব উজ্জ্বল রঙিন আলো প্রকাশ করতে পারে এবং দৈনন্দিন জীবনে যার অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স এবং মেডিকেল ইমেজিং।
চলতি সপ্তাহের শুরুর দিকে হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান কাতালিন কারিকো এবং আমেরিকান ড্র ওয়াইজম্যান কোভিড-১৯ প্রতিরোধী এমআরএনএ ভ্যাকসিন তৈরির জন্য সোমবার মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছেন।
আরও পড়ুন: চিকিৎসায় নোবেল জিতেছেন ২ বিজ্ঞানী
স্পিনিং ইলেকট্রনের অতি দ্রুত গতির দুনিয়ায় প্রথম বিভক্ত-দ্বিতীয় ঝলক তৈরি করার জন্য মঙ্গলবার পদার্থবিজ্ঞানে পুরস্কার পেয়েছেন ফরাসি-সুইডিশ পদার্থবিদ অ্যান এল 'হুইলিয়ার, ফরাসি বিজ্ঞানী পিয়েরে অ্যাগোস্টিনি এবং হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত ফেরেঙ্ক ক্রাউজ।
শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় এবং সোমবার অর্থনীতিতে নোবেল মেমোরিয়াল পুরস্কার ঘোষণার কার্যক্রম এ বছরের জন্য শেষ হয়।
নোবেল পুরস্কারের প্রবর্তক সুইডিশ উদ্ভাবক আলফ্রেড নোবেলের রেখে যাওয়া একটি উইল থেকে নোবেল পুরস্কার হিসেবে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার (এক মিলিয়ন মার্কিন ডলার) নগদ পুরস্কার দেওয়া হবে। বিজয়ীরা ডিসেম্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটি ১৮ ক্যারেট স্বর্ণপদক এবং সনদপ্রাপ্তও হবেন।
আরও পড়ুন: পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতলেন ৩ বিজ্ঞানী
১ বছর আগে
বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী নরওয়ে
নরওয়ের ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডের আওতায় অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
মঙ্গলবার অসলো ফোরাম ২০২৩ এর সাইডলাইনে অসলো শহরে অনুষ্ঠিত এক বৈঠকে নরওয়ের স্টেট সেক্রেটারি অব ফরেন অ্যাফেয়ার্স এরলিং রিমেস্টাড পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের কাছে এই আগ্রহ প্রকাশ করেন।
উভয় পক্ষ জাহাজ পুনর্ব্যবহার ও নীল অর্থনীতিতে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার পাশাপাশি রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: নরওয়েতে বিনামূল্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভের উপায়
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বিগত ৫০ বছরে বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা এবং বিশেষ করে আর্থিক খাতে নরফান্ড-এর বিনিয়োগের জন্য নরওয়েকে ধন্যবাদ জানান।
তিনি বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং তাদের নিরাপদ, টেকসই ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে নরওয়ের রাজনৈতিক সহায়তার প্রশংসা করেন।
নরওয়ের স্টেট সেক্রেটারি নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশের দ্রুত আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন।
বঙ্গোপসাগরে সামুদ্রিক সম্পদ আহরণ এবং গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা নিয়েও উভয় পক্ষ আলোচনা করেছে।
আরও পড়ুন: নরওয়ের একদিনের রাষ্ট্রদূত হলেন বৈশাখী
নরওয়েতে উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ পাওয়ার উপায়
১ বছর আগে
নর্ডিক দেশগুলো বাংলাদেশের সঙ্গে আরও শক্তিশালী অংশীদারিত্ব করতে আগ্রহী: কসমস ডায়ালগে রাষ্ট্রদূতেরা
ঢাকায় নিযুক্ত নর্ডিক রাষ্ট্রদূতেরা বলেছেন যে তাদের দেশগুলো আগামী ৫০ বছর ও তার পরেও বন্ধুত্ব অব্যাহত রাখতে বাংলাদেশের সঙ্গে ‘শক্তিশালী ও টেকসই’ অংশীদারিত্ব করতে চায়, যেখানে বৃহত্তর সহযোগিতার লক্ষ্যে সুযোগ অন্বেষণে প্রধান খাতগুলো থাকবে-জলবায়ু, সবুজ রূপান্তর, প্রযুক্তি হস্তান্তর, সুস্থ মহাসাগর, লিঙ্গ সমতা, বাণিজ্য ও বিনিয়োগ।
কসমস ডায়ালগে যৌথভাবে প্রস্তুত মূল বক্তব্য প্রদানকালে সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টর সভেনডসেন ও বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেনও বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব, বহুপক্ষীয়তা, বৈশ্বিক সংহতি, আন্তর্জাতিক আইন ও মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের স্বদেশে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের গুরুত্ব তুলে ধরেন।
কসমস গ্রুপের জনহিতকর বিভাগ ‘কসমস ফাউন্ডেশন’ তার চলমান রাষ্ট্রদূতের বক্তৃতা সিরিজের অংশ হিসেবে ‘বাংলাদেশ-নর্ডিক সম্পর্ক: ভবিষ্যতের জন্য পূর্বাভাস’ শীর্ষক ওয়েবিনার বৃহস্পতিবার সন্ধ্যা ইউএনবি’র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হবে।
বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও প্রখ্যাত পণ্ডিত-কূটনীতিক ড. ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য দেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতউল্লাহ খান।
এছাড়া, আলোচনায় আরও যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ ও ড. লাইলুফার ইয়াসমিন।
ডেনমার্কের রাষ্ট্রদূত পিটারসেন বলেন, ‘এই ৫০ বছরে আমরা একসাথে একটি উল্লেখযোগ্য যাত্রা করেছি। আমাদের অংশীদারিত্ব চ্যালেঞ্জ ও সাফল্যের মধ্যদিয়ে হয়েছে। আর আমরা দৃঢ়ভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি।’
তিনি বলেন, এটা বলা ন্যায্য হবে যে নর্ডিকরা বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার ও বন্ধু হয়ে থাকতে চায়।
আরও পড়ুন: বাংলাদেশ-নর্ডিক সম্পর্ক নিয়ে কসমস ডায়লগ বৃহস্পতিবার
২ বছর আগে
নরওয়েতে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত, আহত এক ডজনের বেশি
নরওয়ের অসলোতে শনিবার সকালে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে নরওয়েজিয়ান পুলিশ।
পুলিশ জানিয়েছে, নরওয়ের রাজধানী শহরের ডাউনটাউন এলাকায় একটি বারের বাইরে গুলির এ ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র টোরে বারস্টাড বলেছেন, এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং পুলিশের ধারণা এ ঘটনায় আর কেউ জড়িত না।
তাৎক্ষণিকভাবে এ ঘটনার উদ্দেশ্য জানা যায়নি এবং শনিবার অসলোতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা প্রাইড প্যারেডের সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কি না তা এখনো পরিষ্কার নয় বলে জানান বারস্টাড।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের আলাবামায় বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ২
বারস্টাড সাংবাদিকদের বলেন, ‘পুলিশ এই শনিবারের প্রাইড ইভেন্টের আয়োজকদের সঙ্গে যোগাযোগ রাখছে। এই ইভেন্টকে সুরক্ষা দিতে পুলিশের কী ব্যবস্থা নেয়া উচিত এবং এই ঘটনার সঙ্গে প্রাইডের আদৌ কোনো সম্পর্ক আছে কি না তার একটা ক্রমাগত মূল্যায়ন করা হবে।’
তিনি বলেন, ১৪ জন চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে অসলো প্রাইডের আয়োজকরা জানিয়েছেন, তারাও পুলিশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করছেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু
অসলো প্রাইড ফেসবুকে এক বিবৃতিতে জানায়, ‘এই মর্মান্তিক ঘটনায় আমরা মর্মাহত ও শোকাহত এবং আমরা এটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’
২ বছর আগে
অর্থনৈতিক অংশীদারিত্ব আরও সম্প্রসারিত করতে আগ্রহী বাংলাদেশ-নরওয়ে
বাণিজ্য, বিনিয়োগ এবং সামুদ্রিক খাতে সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও সম্প্রসারিত করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও নরওয়ে।
দুই দেশ বিশেষভাবে অফশোর নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা করেছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানেকিন হুইটফেল্ডকে তৈরি পোশাক খাতের নিরাপত্তা ও সবুজ উৎপাদন সুবিধা নির্মাণে নেয়া পদক্ষেপ সম্পর্কে অবহিত করেছেন।
নরওয়েজিয়ান মন্ত্রী জাহাজ ভাঙ্গা শিল্পে আগ্রহ প্রকাশ করেন এবং হংকং কনভেনশন অনুসমর্থনের বিষয়ে বাংলাদেশের পরিকল্পনার বিষয়ে খোঁজ নেন।
রবিবার ড. মোমেন ঢাকায় সফররত নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে বাংলাদেশে আসেন।
পড়ুন: ডেনমার্কের রাজকুমারী ঢাকায়
২ বছর আগে
ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করল নরওয়ে ও জার্মানি
ইউক্রেনের জন্য প্রায় দুই হাজার অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইলসহ একটি হারকিউলিস সি ১৩০ পরিবহন বিমান নরওয়ে থেকে যাত্রা করেছে।
গত সপ্তাহে শুরু হওয়া রুশ হামলার প্রেক্ষিতে ইউক্রেনের বাহিনীকে সাহায্য করার জন্য এই অস্ত্র সহায়তা দিচ্ছে নরওয়ে।
নরওয়ের জাতীয় বার্তা সংস্থা এনটিবি জানিয়েছে, চালানটি ইউক্রেনে পরিবহনের আগে বৃহস্পতিবার অসলো থেকে তৃতীয় কোনো দেশে পাঠানো হবে।
আরও পড়ুন: ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধের দাবিতে জাতিসংঘে প্রস্তাব পাস
এছাড়াও ডিপিএ নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার জার্মানির অর্থ মন্ত্রণালয় ইউক্রেনে দুই হাজার ৭০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন দিয়েছে।
রাশিয়ার হামলার পর গত সপ্তাহে ইউক্রেনকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করতে আগের অবস্থান থেকে সরে এসেছে জার্মানি।
আরও পড়ুন: ইউক্রেনে ভারতীয় শিক্ষার্থী জিম্মির খবর অস্বীকার নয়াদিল্লির
২ বছর আগে
দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে নরওয়েকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার নরওয়েকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় সহজে পৌঁছে যেতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষত আইসিটি এবং পাট খাতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।
৩ বছর আগে
জাহাজ নির্মাণ শিল্পের মানোন্নয়নে পাশে থাকবে নরওয়ে
বাংলাদেশের শিপবিল্ডিং ও শিপ রিসাইক্লিং শিল্পের গুণগত মানোন্নয়নে নরওয়ের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন।
৪ বছর আগে