বুধবার ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার হুমায়ূন কবির পল্লব বাদী হয়ে এ রিট দায়ের করেন।
আবেদনটি বিচারপতি মো. আশরাফুল কামাল ও মো. বিচারপতি সর্দার রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। বিকালে রিটের ওপর শুনানি হতে পারে।
আইনজীবী পল্লব জানান, হাইকোর্টে যে অবকাশ রয়েছে তা ২৮ মার্চ পর্যন্ত চলবে। এটা সাময়িকভাবে বৃদ্ধি করার জন্য এবং নিম্ন আদালতে ডিসেম্বর মাসে যে অবকাশকালীন বেঞ্চ চালু থাকে তা এখনই চালু করার নির্দেশনা চাওয়া হয়েছে। যাতে করে লোক সমাগম কম হয় এবং করোনার ঝুঁকি এড়ানো যায়।
তিনি আরও বলেন, রিট আবেদনে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে না রেখে সরকারি কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। কারণ, বিদেশ ফেরতদের মাধ্যমে এ করোনাভাইরাস ছড়াচ্ছে।
এ বিষয়ে মনিটরিংয়ের জন্য একটি মনিটরিং সেল গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে বলে জানান এ আইনজীবী।
রিটে আবেদনে স্বাস্থ্য ও আইন সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং আইইডিসিআরের পরিচালককে বিবাদী করা হয়েছে।