ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ধামাকা শপিং’ কোন ট্রেড লাইসেন্স ছাড়াই ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে লেনদেন করতো বলে র্যাব জানিয়েছে।
বুধবার বিকালে র্যাবের কারওয়ান বাজার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘ধামাকা শপিংয়ের কোন ট্রেড লাইসেন্স নেই, তারা কৌশলে ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের একাউন্টের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন করেছে। এখন পর্যন্ত সেখানে প্রায় ৭৫০ কোটি টাকা লেনদেন হয়েছ।’
পড়ুন: জালিয়াতির অভিযোগে ‘ধামাকা শপিং’এর সিওও গ্রেপ্তার
এর আগে প্রতারণার অভিযোগ রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ধামাকা শপিংয়ের চিফ অপারেটিং অফিসারসহ তিনজনকে গ্রেপ্তার করে র্যাব।
তারা হলেন ধামাকার সিওও সিরাজুল ইসলাম রানা (৩৪), মোবাইল ফ্যাশন ক্যাটাগরির হেড ইমতিয়াজ হাসান সবুজ (৩১) এবং কোম্পানির হেড ইলেকট্রনিক্স ইব্রাহিম স্বপন (৩৩)।
এর আগে ২৩ সেপ্টেম্বর একজন গ্রাহকের অভিযোগে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় এই ই-কমার্স প্ল্যাটফর্মের বিরুদ্ধে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে একটি মামলা করা হয়েছিল।
পড়ুন: ই-কমার্স নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ চেয়ে হাইকোর্টে রিট
ই-কমার্স বন্ধ নয়, শৃঙ্খলা আনতে রেগুলেটরি অথরিটি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী