নওগাঁর পত্নীতলা থেকে সাড়ে ৪৭ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৭ জুন) দুপুরে র্যাব-৫ রাজশাহী ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে রাত ২টার দিকে পত্নীতলা উপজেলার ঘোষনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পত্নীতলা উপজেলার ঘোষনগর এলাকার নবীর উদ্দিনের ছেলে নুর নবী (৩৮), চাঁপড়া এলাকার রামপদের ছেলে রজনী কান্ত (৩২) এবং চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার দেউপাড়া এলাকার ইসাহাকের ছেলে মো. নবী (৩০)।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পত্নীতলা ঘোষনগর এলাকায় অভিযানে যায় র্যাবের একটি দল। সেখানে মোসলেমের মোড়ে আগে থেকেই অবস্থানরত ৩ ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ করে সন্দেহজনক মনে হওয়ায় তাদের আটক করে র্যাব সদস্যরা। সে সময় তাদের সঙ্গে থাকা দুটি বস্তায় তল্লাশি চালিয়ে সাড়ে ৪৭ কেজি গাঁজা জব্দ করা হয়। এছাড়াও ৩টি মোবাইল ও ৩টি সিম কার্ড উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই তিন ব্যক্তি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। নিজ পেশার আড়ালে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক কুমিল্লার ভারতীয় সীমান্ত এলাকা থেকে নওগাঁসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করছিল।
তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।