নওগাঁর ধামইরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে উপজেলা যুবদল নেতা মোস্তফা কামাল সরকার ওরফে রিভেনকে আটক করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে উপজেলার চককালু গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেশমা খাতুন (৩০) জয়পুরহাট সদরের বাঁশকাটা গ্রামের আবু বক্করের মেয়ে।
অভিযুক্ত মোস্তফা কামাল সরকার ওরফে রিভেন (৪০) নওগাঁর ধামইরহাট আলমপুর ইউনিয়নের আবুল কালাম সরকারের ছেলে এবং আলমপুর ইউনিয়ন যুবদল নেতা।
আরও পড়ুন: বরিশালে বিএনপির সমাবেশ: পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে যাত্রীরা
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর আগে রেশমা খাতুনের সঙ্গে মোস্তফা কামাল সরকার ওরফে রিভেনের বিয়ে হয়। তাদের ৪ বছর বয়সী একটি সন্তান রয়েছে। বিয়ের পর তুচ্ছঘটনাকে কেন্দ্র করে রেশমাকে প্রায়ই মারে রিভেন। গত ৩ নভেম্বর রাত ১ টার দিকে রেশমা খাতুন স্ট্রোক করেছে বলে জানায়। শ্বশুর মেয়ের বাড়ি এসে দেখে নিহত রেশমার মাথায় ও মুখ আঘাতে চিহ্ন দেখতে পায়। রিভেনকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানায় তার স্ত্রী আত্মহত্যা করেছে। কিন্তু রেশমার বাবা রিভেনের কথা বিশ্বাস না করে শুক্রবার থানায় মামলা করে। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত মোস্তফা কামালকে গ্রেপ্তার করে।
নিহতের ভাইয়ের স্ত্রী আসুমা খাতুন জানান, চার লাখ টাকা যৌতুক চুক্তিতে বিয়ের পরেই দুই লাখ টাকা পরিশোধ করা হয়েছে, আবারও টাকার জন্যই তাকে মারতো বলে আমার কাছে আমার ননদ প্রায়ই বলতো।
পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, বাদীর করা খুনের অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কোর্টে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।
আরও পড়ুন: বান্দরবানের ৪ উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার সময়সীমা ৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি