নভেম্বর মাসে বৈধ চ্যানেলের মাধ্যমে দেশে রেমিট্যান্স এসেছে ২.২ বিলিয়ন বা ২২০ কোটি মার্কিন ডলার। গত বছরের নভেম্বর মাসের তুলনায় তা ১২.২৫ শতাংশ বেশি।
গত বছরের নভেম্বরে ১৯৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। তার আগের অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ১৬০ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ রেমিট্যান্স আপডেটে দেখা গেছে, নভেম্বর মাসে গড়ে প্রতিদিন ৭ কোটি ৩৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
আরও পড়ুন: অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২.৩৯ বিলিয়ন ডলারের বেশি
এ নিয়ে চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত মোট ১ হাজার ১১৩ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে বাংলাদেশে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৮২ কোটি ৪২ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১৪ কোটি ৫৮ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২২ কোটি ৩১ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৬৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
৪২টি বেসরকারি ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এককভাবে ৩৬ কোটি ৬ লাখ ডলার রেমিট্যান্স গ্রহণ করেছে, যা একক ব্যাংকের রেমিট্যান্স আয়ের মধ্যে সর্বোচ্চ।
এছাড়া ১৮ কোটি ৭১ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স আহরণকারী বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।
আরও পড়ুন: নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২.৬ কোটি ডলার