সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার বলেছেন, চলতি বছরের নভেম্বরে বিআরটিসির বহরে ১০০টি ডাবল ডেকার ইলেকট্রিক এসি বাস যুক্ত হবে।
এর মধ্যে ৮০টি বাস ঢাকার রাস্তায় এবং বাকি ২০টি বন্দরনগরী চট্টগ্রামে চলাচল করবে।
বৃহস্পতিবার সচিবালয়ে চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
ঈদযাত্রা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ স্বীকার করে ওবায়দুল কাদের বলেন, এবার ঘরমুখো মানুষের দুর্ভোগ সহনীয় পর্যায়ে থাকবে।
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, যে নির্বাচন হবে তা নির্বাচন কমিশনের এখতিয়ারে।
আরও পড়ুন: নভেম্বরের মধ্যে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ চালু: ওবায়দুল কাদের
তিনি বলেন, ‘আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। ১৫ এপ্রিল আমাদের মনোনয়ন বোর্ডের সভা আছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। সেখানে পাঁচটি সিটি, পাঁচটি পৌরসভা এবং একটি উপজেলার নির্বাচনের তফসিল নিশ্চিত করা হবে।’
এর আগে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে বাস্তবায়নের জন্য কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্পের জন্য নির্বাচিত পরামর্শকের সঙ্গে চুক্তি সই হয়।
চুক্তিতে সড়ক ও জনপথ বিভাগের পক্ষে কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নুর-ই-আলম এবং পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে প্রদ্যোত বিশ্বাস সই করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী।
আরও পড়ুন: পদ্মা সেতু থেকে মার্চ পর্যন্ত টোল আদায় ৬০৩.৭৬ কোটি টাকা: কাদের