নরসিংদীর সদর উপজেলার কাপড়ের পাইকারি বাজার হিসেবে ব্যাপকভাবে পরিচিত বাবুরহাট-শেখেরচর বাজারের আগুন সাড়ে ৭ ঘণ্টার চেষ্টায় সোমবার সকালে নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সকাল ৬টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে পাইকারি বাজারের একটি গলিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তাৎক্ষণিকভাবে অন্য গলিতে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: খুলনায় বিএনপি কার্যালয়ে আগুন
ঢাকার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দপ্তরের স্টেশন অফিসার (মিডিয়া সেল) তানহা বিন জামান জানান, রাত ১১টা ২৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়।
পরে কয়েকটি স্টেশনের আরও দশটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। স্থানীয়রাও দমকল বাহিনীর সঙ্গে যোগ দেন।
কোন হতাহতের খবর পাওয়া যায়নি উল্লেখ করে ডিউটি অফিসার বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের কারণ এখনও নিশ্চিত করা যায়নি।
আরও পড়ুন: নরসিংদীর বাবুরহাট-শেখেরচর মার্কেটের আগুন নিয়ন্ত্রণ